সৌদি আরবে কাল সরকারি ছুটি ঘোষণা

নিজেদের ইতিহাসে প্রথমবারের মত আর্জেন্টিনার বিপক্ষে জয়। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। সেজন্যই কি না, যারপরনাই উচ্ছ্বাসে ভাসছে সৌদি আরব। কাল বুধবার দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মত আর্জেন্টিনার বিপক্ষে জয়। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। সেজন্যই কি না, যারপরনাই উচ্ছ্বাসে ভাসছে সৌদি আরব। কাল বুধবার দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিন সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও। খবর নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। হ্যাঁ, ঠিক এতটাই উৎসবে মাতোয়ারা সৌদি আরব।

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস কাঁপানো জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে হার্ভ রেনার্ডের দল। প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি থেকে পাওয়া এক গোলে এগিয়েই ছিল আর্জেন্টিনা।

তখন অবধি ম্যাচটা তাঁরা হেরে যেতে পারে সেটা কখনও মনে হয়নি। বরং আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষের ঘামই ছুটিয়ে দিচ্ছিলেন মেসি-মার্টিনেজরা। বারবার তাঁদের আক্রমণগুলোতে নেমে আসছিল অফ সাইডের খড়গ।

কিন্তু, দ্বিতীয়ার্ধের মিনিট আটেকের মধ্যেই পাশার দান পাল্টে যায় পুরোপুরি। ৪৮ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোকে পরাস্ত করে গোলে শট নেন সালেহ আলশেহরি, সমতা আনে সৌদি আরব।

এর পাঁচ মিনিট বাদে আবারও গোল দেয় সৌদি আরব। এবার সালেম আল দাওয়াসারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ার শক্তিশালী দলটি। এরপর আর ম্যাচে ফেরাই হয়নি আর্জেন্টিনার।

এই ম্যাচের আগে চারবার মুখোমুখি হয়েছিল দু’দল। সেখানে আর্জেন্টিনা দু’বার জিতেছিল। ড্র হয় বাকি দু’টো ম্যাচ। দু’দলের ২০১২ সালের সর্বশেষ মোকাবেলাটা ড্র হয় গোলশূন্য ব্যবধানে।

সেখান থেকে ১০ বছর পর মুখোমুখি হয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দিল সৌদি আরব, সেটাও আবার র‌্যাংকিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থেকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...