ক্লান্তি জয় করেছেন সাকিব

আগের ম্যাচেও ছিলেন ম্যাচসেরা। পাপুয়া নিউগিনির বিপক্ষেও ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রানের পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে শিকার করলেন ৪ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরা সাকিব আল হাসান জানালেন হতাশা কাটিয়ে নিজেদের সেরা ছন্দে ফেরার কথা। একই সাথে জানালেন টানা খেলায় নিজের ক্লান্তির কথাও। তবে নিজের সেরাটা দিয়ে ভালোভাবেই টুর্নামেন্ট শেষ করতে চান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সুপার টুয়েলভে যাওয়ার দৌড়ে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে মূল পর্বে পৌঁছে গেছে বাংলাদেশ। সাকিব-মাহমুদউল্লাহদের ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিবের ম্যাজিকাল স্পেলে বিধ্বস্থ পাপুয়া নিউগিনির ব্যাটিং শিবির। ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৭ রানে থামে পাপুয়া নিউগিনি।

এই জয়ে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জানালেন চিন্তার কথাও! পাওয়ার প্লেতে ভালো রান তুলতে না পারার দিকে নজর দেওয়ার কথাও জানান তিনি। ভালো শুরু করতে পারলে বড় স্কোর পাওয়া সম্ভব বলেও মনে করেন রিয়াদ।

রিয়াদ জানান, ‘এই জয় আমাদের জন্য খুব দরকার ছিলো। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেই ইন্টেন্টটা ব্যাটাররা দেখিয়েছে। তুলনামূলকভাবে উইকেট বেশ ভালো ছিলো। ১৮০ রান খুব ভালো স্কোর ছিলো। আমি মনে করি আমাদের জন্য দুই জায়গায় বেশ নজর দিতে হবে পাওয়ারপ্লেতে ব্যাটিং এবং বোলিং। যদি আমরা ভালো শুরু পাই, তাহলে আমরা বড় স্কোর করতে পারবো।’

উন্নতির এখনও সুযোগ দেখছেন রিয়াদ। তিনি বলেন, ‘আমি মনে করি এই দিকে আমাদের উন্নতি করা উচিত। আমি আগেও বলেছি আমরা বিগ হিটার না হলেও স্কিল আছে হিটিংয়ের। আমাদেরকে নির্দিষ্ট বোলার খুঁজতে হবে যাকে টার্গেট করে দ্রুত রান বের করা যায়। আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে এবং অভিজ্ঞ ব্যাটারদের সাথেও আলোচনা করতে হবে।’

অপরদিকে তিন ম্যাচেই হেরে ম্যাচ থেকে ছিটকে যাওয়া পাপুয়া নিউগিনির অধিনায়ক মনে করেন আরো ভালো খেলতে পারতো তাঁর দল। তবে ডেথ ওভারে বাজে বোলিং আর পাওয়ারপ্লেতে উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যায় তারা। পরবর্তী আসরে সুযোগ পেলে ঘুরে দাঁড়ানোর আশাও ব্যক্ত করেছেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা।

ভালা বলেন, ‘শেষ পর্যন্ত তাঁরা মোমেন্টাম ধরে রেখেছে, তবে আমি মনে করি আমরা শুরুটা ভালো করেছিলাম। পাওয়ারপ্লেতে ৪০ রানে ১ উইকেট এমন ছিলো। আমরা তাদেরকে আটকে রেখেছিলাম বেশ ভালোভাবেই। কিন্তু চাপের মধ্যে ডেথে আমরা সেরাটা দিতে পারিনি। আমি মনে করি পাওয়ারপ্লেতে উইকেট হারানোটাই আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমরা ভালো খেলার মতো রাস্তাই পাইনি। একটা ভালো দলের বিপক্ষে অবশ্যই আপনাকে সেরাটা দিতে হবে। আমরা সেরাটা দিতে পারিনি। আমরা জানি চাইলে আমরা আরো ভালো করতে পারতাম। আশা করি পরবর্তীতে আমরা সুযোগ পেলে আরো ভালো করবো।’

আগের ম্যাচেও ছিলেন ম্যাচসেরা। পাপুয়া নিউগিনির বিপক্ষেও ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রানের পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে শিকার করলেন ৪ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরা সাকিব আল হাসান জানালেন হতাশা কাটিয়ে নিজেদের সেরা ছন্দে ফেরার কথা। একই সাথে জানালেন টানা খেলায় নিজের ক্লান্তির কথাও। তবে নিজের সেরাটা দিয়ে ভালোভাবেই টুর্নামেন্ট শেষ করতে চান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আমরা প্রতিটা ম্যাচ খেলার মধ্যে দিয়ে বেশ আত্মবিশ্বাস পেয়েছি। প্রথম ম্যাচটা অবশ্যই হতাশাজনক। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের দিনে যে কেউই জিততে পারে। তবে এখন চাপ উঠে গেছে এবং আমরা আরো ভালোভাবে খেলতে পারবো।’

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব ভাল ফর্মে ছিলেন না। এর ওপর ক্লান্তিও ভর করেছিল। তবে সেটা জয় করে পারফরম করতে পেরেছেন। তিনি বলেন, ‘এটা অবশ্যই সহজ ফরম্যাট না ফর্মে ফেরার জন্য। কিন্তু সৌভাগ্যক্রমে আমি এটা পেরেছি। একটু ক্লান্ত, শেষ ৫-৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। তবে আশাকরি ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে পারবো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...