Social Media

Light
Dark

কাজের লোকের টাকা দেননি রিচার্লিসন

নি:সন্দেহে এই ঘটনা রিচার্লিসনের খেলোয়াড়ি ও ব্যক্তিজীবনে বিশাল প্রভাব ফেলবে। আগামীতে ক্যারিয়ারে এটা বাঁধার কারণও হতে পারে অন্যদিকে, টটেনহাম কীভাবে বিষয়টি মোকাবেলা করবে, এখন সেটাই দেখার পালা।

আজব এক মামলার মুখে পড়েছেন টটেনহ্যাম হটস্পারের ব্রাজিলের তারকা রিচার্লিসন। অভিযোগ এসেছে বাড়ির কাজের লোকের তরফ থেকে। রিচার্লিসন নাকি কাজের বিনিময়ে পর্যাপ্ত পারিশ্রমিক দেননি। এছাড়াও তাকে অনৈতিকভাবে বরখাস্তও করেছেন এই ব্রাজিলিও তারকা। অন্যদিকে,  ফুটবল অ্যাসোসিয়েশনের আইন ভঙ্গের অভিযোগ বেন্তানকুরের নামে।

সম্প্রতিই বরখাস্ত হয়েছেন ৬০ বছর বয়েসী কর্মচারী রেজিনালদো পেরেরা। হতাশার চাদরে যেন ডুবে গেছেন তিনি। যাবারই কথা। ব্রাজিলিও তারকা রিচার্রলিসন বাসার গৃহকর্মী ছিলেন তিনি। সপ্তাহ প্রতি ১৩০ হাজার পাউন্ড পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। কিন্তু, পেরেরার ভাষ্য যেন কিছুটা ভিন্ন গল্প বলে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি সানে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন তাঁকে প্রতি সপ্তাহে দেয়া হত ৫০০ পাউন্ড। তার ওপর নেই কোনো ছুটি।

পেরেরা আরও অভিযোগ করেন তাঁকে অধিক সময় কাজের পাশাপাশি সহ্য করতে হত রিচার্লিসনের অস্বাভাবিক চাহিদার। পাশাপাশি গালিও হজম করতে হত। সেটাও সেই ব্রাজিলিয়ান তারকার বাবার কাছ থেকে।

এখানেই তার কথা শেষ হয় না। তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেয়া হয় তারকার পোষা প্রাণী লালন পালনের। ডেইলি সান মতে, এতকিছুর পরেও বের করে দেবার দু:খেই পেরেরা রিচার্ডলিসনের বিরুদ্ধে ঠুকে দেন ৯৫,০০০ পাউন্ডের মামলা।

তবে, রেজিনালদো দাবি তাঁকে বের করে দেবার ঘটনা আসলে এসেছে রিচার্ডলিসনের এজেন্ট বদলের পর থেকে। তবে ব্রাজিলিয়ান তারকা এসব অভিযোগ একেবারেই অমূলক বলে দাবি করেছেন। তবে বিরত থাকবেন মন্তব্য করা থেকে। জানান তারই এক মুখপাত্র ডেইলি সান-কে। তবে একটি প্রাথমিক শুনানিতে পড়বেন তিনি। যা আগামী মাসে ওয়াটফোর্ডে হবে।

নি:সন্দেহে এই ঘটনা রিচার্লিসনের খেলোয়াড়ি ও ব্যক্তিজীবনে বিশাল প্রভাব ফেলবে। আগামীতে ক্যারিয়ারে এটা বাঁধার কারণও হতে পারে অন্যদিকে, টটেনহাম কীভাবে বিষয়টি মোকাবেলা করবে, এখন সেটাই দেখার পালা।

 

Share via
Copy link