পরামর্শ মেনে সফল মিরাজ

সিরিজের উরন্ত সূচনার ম্যাচে নায়ক আছেন কয়েকজন, সবচেয়ে বড় নায়ক ছিলেন অবশ্যই মেহেদী হাসান হাসান মিরাজ। এই ম্যাচে নতুন বলে দারুণ বল করেছেন তিনি, বল করেছেন ইনিংসের মাঝেও। তাঁর বোলিংয়েই ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। দলের সেরা বোলারও ছিলেন তিনি।

সিরিজের উরন্ত সূচনার ম্যাচে নায়ক আছেন কয়েকজন, সবচেয়ে বড় নায়ক ছিলেন অবশ্যই মেহেদী হাসান হাসান মিরাজ। এই ম্যাচে নতুন বলে দারুণ বল করেছেন তিনি, বল করেছেন ইনিংসের মাঝেও। তাঁর বোলিংয়েই ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। দলের সেরা বোলারও ছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই স্পিনার জানিয়েছেন কোচদের পরামর্শে বল করেই সফল হয়েছেন তিনি।

তিন স্পেলে বল করে ১০ ওভারে দুই মেইডেন সহ ৩০ রান দিয়ে মিরাজ শিকার করেছিলেন শ্রীলঙ্কার টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। বাংলাদেশ জিতেছে ৩৩ রানে। মিরাজ জানিয়েছেন কোচ সোহেল ইসলাম ও নাজমুল আবেদিন ফাহিম তাকে এমন পারফরম্যান্স করতে সাহায্য করেছে। তাদের পরামর্শ মেনেই বল করেছেন তিনি।

মিরাজ বলেন, ‘খেলার আগে সোহেল স্যারের সাথেই কথা বলেছি কি ভাবে কি করলে ভালো হয়। এছাড়া ফাহিম স্যার আমাকে ফোন দিয়েছিলেন তিন চার দিন আগে। স্যার কথা বলছে এমনকি শ্রীলঙ্কাতে যখন টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম তখনও কথা বলেছে। সে আমাকে বুঝিয়েছে কি ভাবে কি করলে ভালো হয়। আমি চেষ্টা করেছি যে ভাবে বলেছিল সে ভাবে করার জন্য। সোহেল অনেক দিন আমার সাথে কাজ করেছে। আমি মনে করি যে স্যাররা আমাকে খুব ভালো গাইড করেছে।’

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তা ও আফিফ হোসেনের শেষের ঝড়ে প্রথম ইনিংসে লড়াই করার পুঁজি পেয়েছিল বাংলাদেশ। সেই পুঁজি নিয়ে লড়াই করে ম্যাচ জিতিয়েছেন বোলাররা। মিরাজ মনে করেন সবাই ভালো করাতেই জেতা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘সবাই ভাল খেলেছে। সব বিষয় গুরুত্বের, যেমন তামিম ভাই ভালো শুরু এনে দিয়েছি। মুশফিক ভাই রিয়াদ ভাইয়ের বড় জুটি। শেষ দিকে অফিফের ব্যাটিং। বোলিংয়ে একসাইড থেকে রান আটকাতে পেরেছি আমি। মাঝখানে আমি এবং মুস্তাফিজ ভাল করেছি। ওভারঅল সবাই ভাল করাতেই কিন্তু জেতা সম্ভব হয়েছে।’

সব ফরম্যাট মিলিয়ে টানা দশ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ দেশের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় পেয়েছিল বাংলাদেশ। মিরাজ জানিয়েছেন জয়ে ফিরতে এই ম্যাচটি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ ছিলো। আর জয় পাওয়া সহজ হয়েছে দলের সবাই ছিল বলে।

তিনি বলেন, ‘আমরা কিন্তু অনেক দিন হলোই আন্তর্জাতিক ম্যাচ জিততে পারছিলাম না। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতেছিলাম। টেস্টে ভালো খেলছি কিন্তু জিততে পারিনি। আমি মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওয়ানডেতে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। এই দলটাতে সবাই ছিল, এজন্য আরো বেশি ভালো হয়েছে আমাদের।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...