ম্যানচেস্টার টেস্ট: পরিত্যক্ত, বাজেয়াপ্ত না স্থগিত?

ম্যাচটি যদি সত্যিই বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতই সিরিজে জয়ী হবার কথা। আবার ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে ভারতের খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত নয় বলে ম্যাচ বাতিল করতে হয়েছে। সেক্ষেত্রে তাঁরা শেষ ম্যাচে ইংল্যান্ডকেও জয়ী ঘোষণা করতে পারে। সেটি হলে সিরিজে আসবে ২-২ এ সমতা।

ম্যানচেস্টারের ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্টটি বাতিল ঘোষণা করা হয়েছে। ভারত দলের কোচ রবি শাস্ত্রীসহ চারজন করোনায় আক্রন্ত হওয়ার কারণে দুই বোর্ড মিলে এই সিদ্ধান্ত নেয়। তবে বাতিল হওয়া টেস্টটির ভবিষ্যৎ কী সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ম্যাচটি কী পরে অনুষ্ঠিত হবে নাকি হবেনা। সেক্ষেত্রে সিরিজে জয়ী হবে কোন দল এসব বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা করছে শক্তিশালী দুই বোর্ড।

ওদিকে টেস্ট ক্রিকেটে ভারত এখন দুরন্ত এক দল। বিরাট কোহলির নেতৃত্বে সাদা পোশাকে দারুণ সময় পাড় করছে ভারত। দলটির ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলে তাঁদের বোলাররা সেটা পুষিয়ে দিচ্ছেন। বিশেষ করে ভারতের পেসাররা যেন বাইশ গজে আগুন ঝড়াচ্ছেন।

এছাড়া অশ্বিনের নেতৃত্বে ভারতের শক্তিশালি স্পিন বোলিং আক্রমণ তো আছেই। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। ১৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে দেশটিকে সিরিজ হারানোর সুযোগ হাতছানি দিচ্ছিল ভারতের সামনে।

তবে ভারতের আনন্দের এই সময়েই হঠাত আঘাত হানে করোনা। প্রথমে ভারতের হেড কোচ ও ভারতের সাপোর্ট স্টাফের তিন সদস্য করোনায় আক্রন্ত হন। তবে খেলোয়াড়দের কেউ করোনায় আক্রান্ত না হওয়ায় ম্যাচটি একদিন পিছানো হয়। পরে ভারতের ফিজিও যোগেশ পরমারও করোনায় আক্রান্ত হলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

ম্যাচটি যদি সত্যিই বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতই সিরিজে জয়ী হবার কথা। আবার ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে ভারতের খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত নয় বলে ম্যাচ বাতিল করতে হয়েছে। সেক্ষেত্রে তাঁরা শেষ ম্যাচে ইংল্যান্ডকেও জয়ী ঘোষণা করতে পারে। সেটি হলে সিরিজে আসবে ২-২ এ সমতা।

তবে এত বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ নিশ্চই নষ্ট করতে চাইবে না ভারত। ফলে শোনা যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড চাইছে ম্যাচটি পরে আয়োজন করতে। ওদিকে আগামী বছর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারত। ভারতের ক্রিকেট বোর্ড চাইছে সেই সময়েই টেস্ট ম্যাচটি আয়োজন করতে। তবে সেই সময় টেস্ট ম্যাচ আয়োজনের জন্য সময় বের করা যাবে কিনা সেটিও আলোচনার বিষয়।

তবে এর কোনকিছুই এখনো চূড়ান্ত নয়। দুই বোর্ডই নিজেদের মধ্যে এই ম্যাচের ভাগ্য নিয়ে কথা চালাচালি করছে। দুই বোর্ড থেকেই এই বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চেয়েছে। ফলে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ফলাফল কী হবে কিংবা শেষ ম্যাচের ভাগ্যেই কী আছে সেটি জানার জন্য আরো অপেক্ষা করতে হবে খেলোয়াড় ও দর্শকদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...