Social Media

Light
Dark

কুয়াশায় আটক ক্রিকেট!

কুয়াশার কারণে কী না হতে পারে!

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ এই ব্যাপারটা ভালোই জানেন। ঘন কুয়াশার কারণে শীত জুড়েই ফেরি চলাচল প্রায়শ বন্ধ থাকে। আবার সেতু পারাপারও বন্ধ থাকে অনেক সময়। কুয়াশায় এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনাও ঘটছে।

খেলাধুলার দিকে তাকালেও কুয়াশার দাপট নতুন কিছু নয়। ফুটবল ম্যাচ থেকে শুরু করে ক্রিকেট সিরিজ; অনেক কিছুই স্থগিত হয়েছে আগে পরে। এবার সেই কুয়াশার কবলে পড়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ।

না, ম্যাচ কুয়াশার কারণে অনুষ্ঠিত হতে পারছে না, ব্যাপারটা ঠিক তা নয়। তীব্র কুয়াশার কারণে বন্ধ আছে আবুধাবির হাইওয়ে। আর এ কারণে হোটেল থেকে বের হতে পারছে না দুই দল। আর সে জন্য এখন পর্যন্ত শুরু হতে পারেনি এই ম্যাচ।

আবুধাবিতে আজ সকালে শুরু হওয়ার কথা ছিলো সিরিজের তৃতীয় এই ওয়ানডে। কিন্তু গতকাল রাত থেকেই রীতিমতো বিপর্যয় নেমে আসে আবুধাবিতে। গত কিছুদিন ধরেই আরব আমিরাতের বিভিন্ন শহরের কুয়াশা নিয়ে অনেক কথা হচ্ছে। আইসিসি এর মাঝে একটা ছবিও পোস্ট করেছে।

গতকাল রাতে ছিলো সেরকম তীব্র কুয়াশা।

সকালেও কুয়াশার ঘনত্ব কমেনি। ফলে রাত থেকেই বন্ধ করে রাখা হয় হাইওয়ে। ফলে দুই দলকে বহনকারী বাস হোটেল থেকে বের হতে পারছিলো না। একটু একটু করে কুয়াশা কাটতে শুরু করলে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়। তাতে করে মাঠে চলে আসেন কর্মকর্তারা। কিন্তু খেলোয়াড়রা পৌছাতে পারছিলেন না।

মাঠের পরিবেশ আস্তে আস্তে ভালো হয়ে গেছে। খেলা হতে কোনো সমস্যা ছিলো না।

অবশেষে বেশ অপেক্ষা করার পর কতৃপক্ষ হাইওয়ে খুলে দেয়। দল দুটো এসে পৌছায় মাঠে। বিশ মিনিটের মধ্যে টসের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়াশার খেলাধুলায় হস্তক্ষেপ এই প্রথম নয়। ২০১৭ সালে লাহোরে তীব্র কুয়াশা ও ধোঁয়ার কারণে ম্যাচই সরিয়ে নিতে হয়েছিলো। সেখানে খেলা চালানো সম্ভব হয়নি।

ফুটবলে কুয়াশার প্রভাব প্রায় নিয়মিত ঘটনা। ২০১৬ সালেই ফুলহাম ও রিডিং ম্যাচের প্রথমার্ধের পর আর খেলা চালানোই সম্ভব হয়নি। লিভারপুলের বিখ্যাত এক ঘটনা আছে। কুয়াশায় বাতিল হয়ে যাওয়া ম্যাচে লিভারপুলের গোলরক্ষক তার সতীর্থদের বা রেফারিকে দেখতে না পেয়ে খেলা চলছে ভেবে দাড়িয়ে ছিলেন গোলপোস্টের নিচে। পরে পুলিশ এসে তাকে সরিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link