More

Social Media

Light
Dark

অশ্বিন গ্রেটনেসের চেন্নাই অধ্যায়

চেন্নাই টেস্টটা তাই আক্ষরিক অর্থেই অশ্বিনের নামে লেখা হয়ে গেল। অশ্বিনকে চেন্নাই দিয়েছে হাত ভরে। সেই ভালবাসাটা ফিরিয়ে দিতে জানেন অশ্বিন।

একালের অবিসংবাদিত সেরা স্পিন বিস্ময় তিনি। সর্বকালের অন্যতম সেরা রহস্যমানব। তবে, আসলে তাকে ব্যাটার বলার উপায় নেই। যদিও, অলরাউন্ডার সত্ত্বাকে প্রায় চূড়ায় নিয়ে গেছেন চেন্নাইয়ে।

টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট পেয়েছেন – এমন বোলার তো অনেকেই আছেন। কিন্তু, এদের মধ্যে কয়জনই বা ছয়টি সেঞ্চুরি করেছেন। আসলে এই কীর্তিটা অশ্বিন ছাড়া আর কারও নেই। ব্যাটিং শেষে নিজের আসল পরিচয়ে অশ্বিন ছিলেন আরও সরব।

এম চিদাম্বরমে তিনি সেঞ্চুরির পর নিয়েছেন পাঁচ উইকেট। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ বারের মত এই কীর্তি গড়লেন তিনি। এই কীর্তি ইতিহাসের সেরা অনেক অলরাউন্ডারদেরও নেই। সর্বোচ্চ পাঁচ বার এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম।

স্যার গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ, জ্যাক ক্যাসিল, সাকিব আল হাসান কিংবা রবীন্দ্র জাদেজা – প্রত্যেকের এই কীর্তি আছে দু’বার করে। সাদা পোশাকে ভারতের জন্য এতটাই জরুরী রবিচন্দ্রন অশ্বিন।

দু’টি পরিচয়ের মধ্যে নিশ্চয়ই বোলার পরিচয়কেই এগিয়ে রাখবেন অশ্বিন। চতুর্থ ইনিংতে সপ্তম বারের মত পাঁচ উইকেট নিয়েছেন। এখানে তিনি কেবল দু’ জনের পেছনে। তাঁরা হলেন শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরণ। দু’জনই চতুর্থ ইনিংসে ১২ বার পাঁচটি করে উইকেট নিয়েছেন।

চেন্নাই টেস্টটা তাই আক্ষরিক অর্থেই অশ্বিনের নামে লেখা হয়ে গেল। অশ্বিনকে চেন্নাই দিয়েছে হাত ভরে। সেই ভালবাসাটা ফিরিয়ে দিতে জানেন অশ্বিন। আর অশ্বিনের সেই ফিরিয়ে দেওয়া ভালবাসাতেই কাবু হল বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম সেশনেই নির্ধারন হয়ে গেল ‘অশ্বিন টেস্ট’-এর ফলাফল। এমনি এমনি তো আর তিনি তামিল নাড়ুর আন্না হয়ে ওঠেননি।

Share via
Copy link