বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: যেমন হল পাঁচ দল

টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই আসর।

ঘরোয়া ক্রিকেটেই এখন ব্যস্ত সময় কাটাতে হবে ক্রিকেটারদের। শুরু হওয়ার অপেক্ষায় আছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। হয়ে গেল এই আসরে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা পাঁচ দলের প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই আসর।

ড্রাফট শেষে চূড়ান্ত খেলোয়াড় তালিকা ছিল এমন।

  • বেক্সিমকো ঢাকা

মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

  • জেমকন খুলনা

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

  • মিনিস্টার গ্রুপ রাজশাহী

মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, সানজামুল ইসলাম।

  • গাজী গ্রুপ চট্টগ্রাম

মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।

  • ফরচুন বরিশাল

তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...