More

Social Media

Light
Dark

ভারতীয় স্পিন ও চেন্নাই বাংলাদেশকেই বরং বেশি সতর্ক থাকতে হবে!

এখন পর্যন্ত ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে তাঁরা। ২০১৭ সালে একমাত্র টেস্টে হায়দারাবাদে ২০৮ রানে, ২০১৯ সালে দুই টেস্টের মধ্যে ইন্দোরের ম্যাচে ইনিংস ও ১৩০ রানে এবং কোলকাতা ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ইনিংস ও ৪৬ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ দল। 

আত্মবিশ্বাস এখন তুঙ্গে বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর এখন আকাশে উড়ছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ভারত সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে জানালেন সৌরভ গাঙ্গুলি। বিশেষ করে চেন্নাইয়ের স্পিন ট্র্যাকের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলি বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। দু’দলের মধ্যে পার্থক্য আছে। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।’

পাকিস্তান আর ভারতের পার্থক্য পরিস্কার করে দিলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ^াসী বাংলাদেশ। কিন্তু ভারতের বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী। তারপরও বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে হবে ভারতকে।’

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের উইকেট নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সাধারনত ঘরের মাঠের সিরিজে স্পিন সহায়ক উইকেটেই তৈরি করে ভারত।

গাঙ্গুলি মনে করেন, চেন্নাইয়ের উইকেটে ঐতিহ্যগত ভাবেই স্পিনাররা সহায়তা পান। তিনি বলেন, ‘চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না। তবে ওখানকার পিচে সাধারণত বল ভালই টার্ন করে। বোলাররা দারুন পারফরমেন্স করে। সর্বশেষ সিরিজগুলোতে স্পিনের বিপক্ষে ভালোই খেলেছে ভারতের ব্যাটাররা। আশা করি ভারতের জন্য অসুবিধা হবে না।’

এখন পর্যন্ত ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে তাঁরা। ২০১৭ সালে একমাত্র টেস্টে হায়দারাবাদে ২০৮ রানে, ২০১৯ সালে দুই টেস্টের মধ্যে ইন্দোরের ম্যাচে ইনিংস ও ১৩০ রানে এবং কোলকাতা ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ইনিংস ও ৪৬ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ দল।

Share via
Copy link