ব্যাট হাতে যাদের রুদ্রমূর্তিতে ভস্ম হয়েছেন বোলাররা!

শেষ হয়েছে চলতি আইপিএলের রাউন্ড রবিন লিগ পর্ব। ১০ দলের এ লড়াইয়ে কোন ব্যাটাররা নিজেদের আগ্রাসনে দলকে এগিয়ে নিয়ে গেলেন, চলুন সেটাই দেখা যাক।

শেষ হয়েছে চলতি আইপিএলের রাউন্ড রবিন লিগ পর্ব। ১০ দলের মহাযজ্ঞ এখন নেমে এসেছে ৪ দলে। আর ৪ ম্যাচ পরেই জানা যাবে এবারের আইপিএল শিরোপাজয়ী দলের নাম। মুম্বাইয়ের হেক্সাজয়, চেন্নাইয়ের পেন্টাজয়, গুজরাটের টানা দুই শিরোপা নাকি লখনৌর মাধ্যমে নতুন কোনো দল আইপিএল ট্রফি উঁচিয়ে ধরবে— তা জানতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

যাহোক, রাউন্ড রবিন লিগে এবার ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অনেকেই। চল্লিশের পথে এগিয়ে যাওয়া ফাফ ডু প্লেসি যেমন রানরন্যা বইয়ে দিয়েছেন, তেমনি অনেক তরুণ ব্যাটারও সমানে পাল্লা দিয়েছেন। আবার অফফর্মের বদনাম এই আইপিএল দিয়েই ঘুচিয়েছেন সুরিয়াকুমার যাদব। একইভাবে, দুই আইপিএল পরে এই আইপিএল দিয়েই চেনা ছন্দে ফিরেছেন বিরাট কোহলি।

এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৭৩০ রান করে প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসি রয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় শীর্ষে। ৬৮০ রান করে তাঁর পরেই রয়েছেন শুভমান গিল। অবশ্য তাঁর দল গুজরাট প্লে-অফ নিশ্চিত করায় ডু-প্লেসিকেও ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে গিলের সামনে। ১৪ ম্যাচে ২ সেঞ্চুরি আর ৬ ফিফটিতে ৬৩৯ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তিনে আছেন বিরাট কোহলি।

এবারের আইপিএলে রান তো অনেকেই করেছেন। তবে সফল রান চেজের ক্ষেত্রে কোন ব্যাটার মুনশিয়ানা দেখালেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। ফাফ ডু প্লেসি এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটার হলেও সফল রান চেজের ক্ষেত্রে সবাইকে ছাপিয়ে গিয়েছেন শুভমান গিল। গুজরাটের এই ব্যাটার সফল রান চেজের ক্ষেত্রে ৬ ইনিংসে করেছেন ৩৩৩ রান। যার মধ্যে ছিল একটি শতক ও দুটি অর্ধশতক।

শুভমান গিলের পর সফল রানচেজের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান করেছেন সুরিয়াকুমার যাদব। এরপরেই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের আরেক ব্যাটার ইশাণ কিষান। ৬ ইনিংসে তিনি করেছেন ২৪৮ রান। এ ছাড়া সফল রান চেজের ক্ষেত্রে ক্যামেরুন গ্রিন ১৮৭, বিরাট কোহলি ১৮২ আর বিজয় শঙ্কর করেছেন ১৬০ রান।

এবারের আইপিএলে ৩৫০ এর বেশি রান, একই ১৫০+ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন মোট ৭ জন ব্যাটার। সেই তালিকায় প্রথম নামটা ফাফ ডু প্লেসি। ১৫৩.৬৮ স্ট্রাইকরেট আর ৫৬.১৬ ব্যাটিং গড়ে ১৪ ম্যাচে তিনি করেছেন ৭৩০ রান।

১৫২.৪৬ স্ট্রাইকরেট আর ৫৬.৬৬ ব্যাটিং গড়ে ৬৮০ রান নিয়ে ফাফ ডু প্লেসির পরেই আছেন শুভমান গিল। রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালও রয়েছেন এই তালিকায়। ১৪ ম্যাচে ১৬৩.৬১ স্ট্রাইকরেট আর ৪৮.০৭ ব্যাটিং গড়ে ৬২৫ রান করেছেন এ বাঁহাতি ব্যাটার।

স্ট্রাইকরেটের লড়াই, সেখানে সুরিয়াকুমার যাদব থাকবেন না, তা কী করে হয়! এখন পর্যন্ত এবারের আইপিএলে তিনি ৫১১ রান করেছেন ১৮৫.১৪ স্ট্রাইক রেটে। গড়টাও মন্দ নয়, ৪২.৫৮। সুরিয়াকুমার যাদবের পর এবারের আইপিএলে ১৭৭.০৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন হেনরিখ ক্লাসেন। প্রায় ৫০ গড়ে এবারের আইপিএলে প্রোটিয়া এ ব্যাটার নিজের নামের পাশে যোগ করেছেন ৪৪৮ রান।

১৫০ এর বেশি স্ট্রাইকরেট রেখে ৩৫০+ রান করেছেন আরো দুজন ব্যাটার। চেন্নাই সুপার কিংসের শিভাম দুবে এবারের আইপিএলে ১৬০.৪২ স্ট্রাইকরেটে করেছেন ৩৮৫ রান। আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা অজি ওপেনার ক্যামেরুন গ্রিন ৩৮১ রান করেছেন ১৫৯.৪১ স্ট্রাইক রেটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...