মফস্বলে যেভাবে চলছে ক্রিকেট অনুশীলন

মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা রুবেল হোসেনের মত ক্রিকেটাররা বর্তমানে ঢাকার বাইরে নিজ নিজ জেলা শহরে অবস্থান করছেন। যে কারণে কিছুটা আরামদায়ক পরিবেশেই তারা অনুশীলন করতে পারছেন। এখানেই শেষ নয়, ঢাকার মত ভিড় না থাকায় নিবিড় পরিবেশে অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা।

দেশে সব রকমের ক্রিকেট বন্ধ প্রায় চার মাস। তবুও, থেমে নেই ক্রিকেটাররা। নিজেদের মত অনুশীলন শুরু করেছেন। শুধু রাজধানী ঢাকায় নয়, ঢাকার বাইরেও চলছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন।

মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা রুবেল হোসেনের মত ক্রিকেটাররা বর্তমানে ঢাকার বাইরে নিজ নিজ জেলা শহরে অবস্থান করছেন। যে কারণে কিছুটা আরামদায়ক পরিবেশেই তারা অনুশীলন করতে পারছেন। এখানেই শেষ নয়, ঢাকার মত ভিড় না থাকায় নিবিড় পরিবেশে অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা।

ফেনীর বাসিন্দা সাইফউদ্দিন ফেনী সরকারী কলেজের মাঠেই শুরু করেছেন রানিং, বোলিং ও ব্যাটিং অনুশীলন। তবে কয়েকদিন ধরে মৌসুমী বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া তার এই অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছে।

সাইফউদ্দিন বলেন, ‘ঈদের পর থেকেই আমি এই কলেজ মাঠে রানিং, বোলিং ও ব্যাটিং অনুশীলন শুরু করেছি। তবে মৌসুমী বৃস্টির কারণে এই মুহুর্তে আমার অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটছে। কিন্তু যখনই বৃষ্টি থামছে তখনই আমি আবার অনুশীলন শুরু করছি।’

তবে বিসিবি যখন অনুশীলন শুরু করবে তখন কয়েকটি সেশন পর ব্যাটসম্যানরা ছন্দ ফিরে পেলেও আগের ছন্দে ফিরতে বেগ পেতে হবে পোসারদের। যে কারণে নিজের অনুশীলন নিয়ে বাড়তি সতর্ক রুবেল হোসেন। তাই অনুশীলন শুরু করেছেন তিনি। লক্ষ্য যত দ্রুত সম্ভব আগের ছন্দ ফিরে পাওয়া। তিনি বলেন, ‘আমার বাড়ী নদীর তীরবর্তী স্থানে। সুতরাং ওই জায়গাটি বালিময়। যা দৌঁড়ানোর জন্য উপযুক্ত।’

তবে মৌসুমী বৃষ্টি রুবেলের অনুশীলনেও ব্যাঘাত ঘটাচ্ছে। তিনি বলেন, ‘এখন প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তাই আমি কোন বোলিং সেশনই করতে পারছি না।’

কোভিড ১৯ দেশব্যাপী মহামারী আকার ধারণ করায় ১৬ মার্চ থেকে স্থগিত হয়ে গেছে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা এ মাসেই ক্রিকেট কর্মকাণ্ড শুরু করার জন্য মুখিয়ে আছে। তবে অবশ্যই করোনা পরিস্তিতি নিয়ন্ত্রণে আসতে হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...