রোনালদোর আনুষ্ঠানিক বিদায়

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে খোদ ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব। ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই রোনালদোর বিদায়ের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।

এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রি-এজেন্ট। মানে, তিনি ক্লাব শূন্য। কোনো ক্লাবের খেলোয়াড় নন তিনি। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সকল রকম সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন তিনি।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে খোদ ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব। ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই রোনালদোর বিদায়ের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।

মোটে তিন প্যারার এই বিবৃতিতে ক্লাবটি রোনালদোকে ধন্যবাদ দিয়ে বলেছে, ‘ওল্ড ট্রাফোর্ডে দুই মেয়াদে অনবদ্য অবদান রাখায় ক্লাব তাঁর প্রতি (রোনালদো) ধন্যবাদ জ্ঞাপন করছে। তাঁর পরিবার ও ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

রোনালদো দুই মেয়াদে ৩৪৬ টি ম্যাচে করেন ১৪৫ টি গোল। ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা উইঙ্গার তিনি। যদিও, তাঁর শেষটা হল বাজে ভাবেই। পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের বর্তমান অবস্থা ও কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করেন তিনি।

দাবি করেছিলেন, তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইউনাইটেড ও কোচ টেন হ্যাগ। এরপরই নড়েচড়ে বসতে বাধ্য হয় ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

আর এর পরিণতিটা বিচ্ছেদেই গড়াল। এটা তো হওয়ারই ছিল। এই সাক্ষাৎকার দেওয়ার আগেও রোনালদো ঠিক স্বস্তিতে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। টেন হ্যাগের একাদশে নিয়মিত ছিলেন না। তাঁর এজেন্ট নতুন দল খুঁজছিল মরিয়া হয়ে।

ম্যানচেস্টার ইউনাইটেডও ঠিক রোনালদোকে আর হজম করতে পারছিল না। সিআর সেভেনের বিদায়ের পর এবার নিজেদের শৃঙ্খলা ফেরাতে মন দিতে চায় ইউনাইটেড। ক্লাবটি বিবৃতিতে ক্লাবের কোচ এরিক টেন হ্যাগের অধীনে এক সাথে একাগ্র হয়ে খেলতে সব খেলোয়াড়ের প্রতি নির্দেশ দিয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...