জামিন আবেদন বাতিল, কারাগারে গুনাথিলাকা

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিবৃতিতে উল্লেখ করেছে যে যদি অভিযোগ প্রমানিত হয়, তবে তারা সেই খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এক্ষেত্রে তাঁরা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

শ্রীলঙ্কার ক্রিকেটে চলছে যেন টালমাটাল অবস্থা। প্রথমত গ্রুপের প্রথম ম্যাচে পুচকে নামিবিয়ার কাছে হার, এরপর সুপার টুয়েলভে ওঠা নিয়ে শঙ্কা জাগে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের। সুপার টুয়েলভের মলিন পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকার যৌন হয়রানিতে সিডনি পুলিশের কাছে আটক হওয়ার ঘটনা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।

গত ছয় নভেম্বর শ্রীলঙ্কার টিম হোটেল থেকে গুনাথিলাকাকে আটক করে সিডনির স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৯ বছর বয়সী এক নারীকে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গুনাথিলাকাকে গ্রেফতার করে সিডনি পুলিশ। আজ ৭ নভেম্বর, এক ভিডিও কলের মাধ্যমে গুণাথিলাকার জামিন শুনানি অনুষ্ঠিত হলে সেখানে গুনাথিলাকার জামিন আবেদন নাকচ করে দেয়া হয়। বর্তমানে, অস্ট্রেলিয়ার এক ডিটেনশন সেন্টারে আছেন গুনাথিলাকা। বলাই বাহুল্য উন্নত বিশ্বে কারাগারকে ডিটেনশন সেন্টারই বলা হয়।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিবৃতিতে উল্লেখ করেছে যে যদি অভিযোগ প্রমানিত হয়, তবে তারা সেই খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এক্ষেত্রে তাঁরা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আর আপাতত, এসএলসি তাঁকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধও ঘোষণা করেছে। এর আগেও নানা কারণে দুই দফা তাঁকে নিষিদ্ধ করেছিল বোর্ড।

দলের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানায় শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে ধর্ষণের অভিযোগে দলের হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে, শ্রীলঙ্কা দল তাঁকে ছাড়ায় হোটেল ত্যাগ করেছে দেশে ফেরার উদ্দেশ্যে।

জানিয়ে রাখা ভাল, ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে হারের মাধ্যমে বিশ্বকাপে শ্রীলঙ্কার যাত্রা শেষ হয়। গুনাথিলাকা এই বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। শ্রীলঙ্কা পরবর্তীতে সুপার টুয়েলভে কোয়ালিফাই করলেও হ্যার্মস্ট্রিং ইনজুরিতে পরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুনাথিলাকা।

নিউ সাউথ ওয়েলস পুলিশ তাদের ওয়েবসাইটে শ্রীলঙ্কার এই খেলোয়াড়কে গ্রেফতারের কথা উল্লেখ করে। তাঁরা জানিয়েছে, ২৯ বছর বয়সী এক নারী যৌন হয়রানির অভিযোগ জানায় গুনাথিলাকার বিরুদ্ধে। পুলিশ আরও জানায় সেই নারীর সাথে গুনাথিলাকার একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমের পরিচয় হয়। পরবর্তীতে দুই নভেম্বর বুধবার সন্ধ্যায় গুণাথিলাকা ঐ নারীকে যৌন হয়রানি করে বলে জানিয়েছে পুলিশ।

২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেক হয় গুনাথিলাকার। জাতীয় দলের হয়ে খেলেছেন আটটি টেস্ট, ৪৭ টি ওয়ানডে ও ৪৬ টি টি-টোয়েন্টি ম্যাচ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...