Social Media

Light
Dark

ডিআরএস নিয়ে সংশয়

আম্পায়ারদের একটা ভুল সিদ্বান্ত বদলে দিতে পারে ম্যাচের গতিপথ; পাল্টে দিতে পারে ম্যাচের দৃশ্যপট। আর আম্পায়ারদের এই ভুল সিদ্ধান্ত দিতে নিয়মিতই দেখা হয়। তবে আধুনিক যুগে প্রতিটা ম্যাচেই আম্পায়ারের সিদ্বান্ত পুনঃনিরীক্ষণের জন্য রাখা হয় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ডিআরএস না থাকলে অনেক সময় বলির পাঠা হতে হয় ব্যাটসম্যানদের; আক্ষেপে পুড়তে হয় বোলারদের। আসন্ন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও থাকছে ডিআরএস। তবে শুরু থেকে ডিআরএস থাকা নিয়ে রয়েছে সংশয়।

আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে ডিআরএস পরিচালনার জন্য লন্ডন থেকে একজন প্রকৌশলী নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সমস্যা হলো ব্রিটেনে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন। ফলে লন্ডন থেকে বাংলাদেশে এসে সরাসরি কাজে যোগ দিতে পারবেন না সেই প্রকৌশলী। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। এর আগেই শুরু হয়ে যাবে সিরিজ।

তাই সিরিজের শুরু থেকে তাকে পেতে কোয়ারেন্টাইনে ছাড় দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে বিসিবি। বিসিবির আবেদনে সাড়া দিয়ে কোয়ারেন্টাইন ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে ছাড় দিলে তবেই সিরিজের শুরু থেকেই থাকবে ডিআরএস। আর না হলে ডিআরএসের জন্য বাড়বে অপেক্ষা।

এই ব্যাপারে বিসিবির বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গনমাধ্যমকে বলেন, ‘ডিআরএস তো অবশ্যই থাকবে। তবে ডিআরএসের একটি ইস্যু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। ইংল্যান্ড থেকে আসা ব্যক্তিদের জন্য বিশেষ কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন থাকতে হবে সরকারি আইসোলেশনে , আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে হবে। কিন্তু এটার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে যারা এটা দেখাশোনা করেন তাদের সঙ্গেও আমরা বলেছি। তো দেখা যাক এখন কি হয়।’

তিনি আরও বলেন, ‘একজন ইঞ্জিনিয়ার যদি আমরা সময়মতো আনতে পারি ২০ তারিখেই হতে পারে (ডিআরএস)। যদি আমরা সময়মতো সব কিছু শেষ করতে পারি তাহলে হয়তো ডিআরএসের সমস্যাটা হবেনা। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যাটার সমাধান হয়ে যাবে।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশি আম্পেয়ার দায়িত্ব পালন করলেও টেস্ট সিরিজে বিদেশী আম্পেয়ার আসার কথা রয়েছে। বিদেশী আম্পায়ারদের কোয়ারেন্টাইনে ছাড় দিতেও আবেদন করেছে বিসিবি।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আসবে (আম্পায়ার) এবং আমরা আবেদন করেছি সরকারের কাছে কিছুটা ছাড় দেয়ার জন্য। কিন্তু নিয়মনীতি মেনেই ছাড় দিতে বলেছি। যেহেতু টেস্ট থেকে আম্পায়ার থাকবে সেহেতু আমাদের হাতে সময় আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link