হায়দ্রাবাদের উত্থান-পতন

উত্থান-পতন থাকবেই। গেলো কয়েক আসরে ফাইনালের কাছে গিয়েও বার বার ব্যর্থ হয়েছে হায়দ্রাবাদ। চলতি আসরে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেছে দল থেকে। এই চরম ব্যর্থতার থেকে পরের আসরে কতটা ঘুরে দাঁড়াবে দল সেটিই এখন দেখার বিষয়। আপাতত শেষ পাঁচ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ কর‍তে মরিয়া থাকবে দলটি।

গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের মাধ্যমে এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে প্রথম দল হিসেবে এলিমিনেট হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। গেলো ছয় আসরে এই প্রথমবার প্লে অফে দেখা যাবে না দলটিকে। চলতি আসরে হায়দ্রাবাদ এখন পর্যন্ত মাত্র এক জয়ে অবস্থান করছে পয়েন্টস টেবিলের তলানিতে।

২০১৬ সালে আইপিএলে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলা দলটির বর্তমানে নাজেহাল অবস্থা। গেলো পাঁচ আসরেই দলটি খেলেছে প্লে অফ। এমনকি গত আসরেও আরব আমিরাতে ধুকতে ধুকতে শেষ দিকে টানা জয়ে প্লে অফে পৌঁছে যায় ‘অরেঞ্জ আর্মি’ খ্যাত দলটি। এর পেছনে রশিদ খান, কেন উইলিয়ামসন, থাঙ্গারাসু নটরাজন ও জেসন হোল্ডারের অবদানই অবশ্য সবচেয়ে বেশি ছিলো।

তবে, চলতি আসরে পুরোপুরি ব্যাকফুটে দলটি। আসরের প্রথম অংশে ৭ ম্যাচে জয়ের দেখা পেয়েছিলো মোটে ১ ম্যাচে! পরের অংশে আরব আমিরাতের মাটিতে ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে এমনটা আশা করলেও এখন পর্যন্ত দ্বিতীয় অংশের দুই ম্যাচেই পরাজয় নিয়ে মাঠে ছেড়েছে কেন উইলিয়ামসনের দল।

গত আসরে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা নটরজন করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দলের বাইরে আছেন। চলতি আসরে তাঁর খেলার সম্ভাবনাও বেশ কম। অপরদিকে, গেলো আসর গুলোতে হায়দ্রাবাদের হয়ে ব্যাট হাতে সেরা পারফরম করা ডেভিড ওয়ার্নার পার করছেন কঠিন সময়। এখন পর্যন্ত চলতি আসরে ৯ ম্যাচে ২৪ গড়ে রান করেছেন ১৯৫! সবচেয়ে অবাক হবেন তাঁর স্ট্রাইক রেট জানলে। এই ৯ ম্যাচে তিনি মাত্র ১০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন! যা ডেভিড ওয়ার্নারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানের জন্য রীতিমতো বেমানানই।

আরেক নিয়মিত মুখ মানিষ পান্ডে ৩৭ গড়ে রান করলেও ব্যাট করেছেন মাত্র ১১৪ স্ট্রাইক রেটে! একদিকে দলের অন্যতম সেরা অস্ত্র নটরজান নেই। অপরদিকে, ব্যাট হাতে সেরা ছন্দে নেই ওয়ার্নার – মানিষ পান্ডেও। তবে, দুর্দান্ত পারফরম করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। মাত্র ৩ ম্যাচ খেলে ব্যাট হাতে ৬১ রানের পাশাপাশি বল হাতেও শিকার করেছেন ৬ উইকেট।

এছাড়া যথারীতি দলের হয়ে সেরা পারফরমার হিসেবে ধারাবাহিক ভাবেই পারফরম করছেন আফগান তারকা রশিদ খান। ৯ ম্যাচে মাত্র ৫.৯৭ ইকোনমিতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। চলতি আসরে হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে সফল খেলোয়াড়ও তিনি। তবে, বাকিদের ব্যর্থতায় দলের অবস্থান তলানিতে। চলতি আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের আটে আছে হায়দ্রাবাদ। অধিনায়কের দায়িত্ব কেন উইলিয়ামসনের কাঁধে চাপালেও এখন পর্যন্ত আশানুরূপ ফল পায়নি দল।

২০১৬ সালে আইপিএলের শিরোপা জয়ের পর পরের আসর গুলোতেও বেশ ভালোই লড়াই করেছে দলটি। ডেভিড ওয়ার্নার, রশিদ খানদের দাপটে প্রতি আসরেই খেলেছে প্লে অফে। গেলো আসরেও দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত অল্পের জন্য ফাইনালে যেতে পারেনি হায়দ্রাবাদ।

উত্থান-পতন থাকবেই। গেলো কয়েক আসরে ফাইনালের কাছে গিয়েও বার বার ব্যর্থ হয়েছে হায়দ্রাবাদ। চলতি আসরে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেছে দল থেকে। এই চরম ব্যর্থতার থেকে পরের আসরে কতটা ঘুরে দাঁড়াবে দল সেটিই এখন দেখার বিষয়। আপাতত শেষ পাঁচ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ কর‍তে মরিয়া থাকবে দলটি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...