অঙ্কুরে বিনষ্ট যুবা প্রতিভা

অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে এসে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটারই বনে যান বিশ্বের সেরা তারকাদের একজন। ভারতীয় ক্রিকেটে এমন অনেকে আছে যুব দল থেকে উঠে এসে নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। এই ক্ষেত্রটি যেকোন দেশের আন্তর্জাতিক পরিসরের জন্য অনুঘটকের মতো কাজ করে।

অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে এসে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটারই বনে যান বিশ্বের সেরা তারকাদের একজন। ভারতীয় ক্রিকেটে এমন অনেকে আছে যুব দল থেকে উঠে এসে নিজেকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। এই ক্ষেত্রটি যেকোন দেশের আন্তর্জাতিক পরিসরের জন্য অনুঘটকের মতো কাজ করে।

রোহিত শর্মা, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলির মতো ভারতীয় তারকারা অনূর্ধ্ব ১৯ অঙ্গন থেকে উঠে এসেছেন। বিরাট কোহলি ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।  

ভারতীয় দল যেমন অনূর্ধ্ব ১৯ থেকে আসা অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, তেমনি এদের মাঝে কিছু দুর্ভাগা ক্রিকেটারও আছেন – যারা কিনা অনূর্ধ্ব ১৯ এর দুনিয়ায় বাজিমাত করলেও, আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাননি কিংবা আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার আগেই হারিয়ে গিয়েছেন ব্যার্থতার অতল সাগরে। এমন কিছু ক্রিকেটার নিয়েই এই আলোচনা।

  • উন্মুক্ত চাঁদ

২০১২ সালের অনূর্ধ্ব১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন উন্মুক্ত চাঁদ। সেখানে তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ১১১ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস খেলেন। সেখান থেকে দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে খেলার সুযোগ পান। চাঁদের ক্যারিয়ারে এটিই দুর্ভাগ্য হয়ে দেখা দিয়েছিল।

বর্তমানে তিনি আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে সিলিকন ভ্যালি স্ট্রাইকারদের হয়ে খেলছেন। বিগ ব্যাশেও খেলেছেন। হয়তো সেদিন দূরে নয় – যেদিন আমেরিকার জাতীয় দলের জার্সিও পরে ফেলবেন।

  • মানবিন্দর বিসলা

মানবিন্দর বিসলা ছিলেন একজন উইকেটরক্ষক ব্যাটার। অনূর্ধ্ব১৯ ক্রিকেটের একজন প্রাক্তন তারকা এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য একসময়ের নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার ছিলেন তিনি।

গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুরুত্বপূর্ণ ফাইনালে দুর্দান্ত এক ইনিংসে শিরোপা জয়ের  অবদান রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী ক্যারিয়ারে তিনি তাঁর গতি ধরে রাখতে পারেন নি।

  • বিজয় জল

বিজয় জল মহারাষ্ট্রের প্রথম ক্রিকেটার যিনি ২০১৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অধিনায়ক ছিলেন। বিজয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়।

কিন্তু, কয়েকটি সুযোগ পাওয়ার পর তিনি ঝড়ে পড়েন। যদিও তিনি তার কম্প্যাক্ট কিছু কৌশলের কয়েকটি ঝলক দেখিয়েছেন যা পরবর্তীতে ভারতের টেস্ট ক্রিকেটে বিরাট অবদান রাখতে পারত।

  • রিকি ভুঁই  

রিকি ভুঁই ২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিজয় জলের নেতৃত্বে খেলেছিলেন। ছিলেন একজন অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট ও কাউন্টিতে অসংখ্য সেঞ্চুরি করেছেন ভুঁই।

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সুযোগ পেয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি প্রতিভা কিংবা সামর্থ্যের সিকিভাগ দেখিয়েও  নিজেকে প্রমাণ করতে পারেন নি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...