দানি ওলমো: বার্সার প্রোডাকশন, রিয়ালের ভবিষ্যৎ

বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা স্প্যানিশ ফুটবলার দানি ওলমোর। কিন্তু ক্লাব ক্যারিয়ারে কখনোই স্পেনের কোনো ক্লাবের হয়ে খেলা হয়নি এ ফুটবলারের। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে। দানি ওলমোকে চাইলেই দলে ভেড়াতে পারে বার্সেলোনা। এমনকি সেই দৌড়ে অংশ নিতে পারে রিয়াল মাদ্রিদও! 

বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা স্প্যানিশ ফুটবলার দানি ওলমোর। কিন্তু ক্লাব ক্যারিয়ারে কখনোই স্পেনের কোনো ক্লাবের হয়ে খেলা হয়নি এ ফুটবলারের। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে। দানি ওলমোকে চাইলেই দলে ভেড়াতে পারে বার্সেলোনা। এমনকি সেই দৌড়ে অংশ নিতে পারে রিয়াল মাদ্রিদও!

সর্বশেষ খবর বলছে, লিপজিগের এ ফুটবলার আর জার্মান এ ক্লাবের সাথে আর নতুন করে চুক্তি নবায়ন করতে চান। অর্থাৎ স্পেনে বেড়ে ওঠা এ ফুটবলারের এখন নতুন করে স্পেনের ক্লাবে খেলার সম্ভাবনা উঁকি দিচ্ছে। এখন পর্যন্ত যদিও কোনো ক্লাব আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেনি। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ- স্পেনের বড় তিন ক্লাবই তাঁকে চাইলে দলে ভেড়াতে পারে।

১৫ বছর বয়সে ক্রোয়াট ক্লাব ডায়নামো জাগরেবে নাম লিখিয়েছিলেন দানি ওলমো। আর সেখানে ৫ বছর কাটানোর পর ২০২০ সালে ২৯ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাব আর বি লিপজিগের পথে পাড়ি দেন তিনি। তবে এই মৌসুম শেষেই লিপজিগের সাথে চুক্তি শেষ হচ্ছে অলমোর। সেই সুবাদে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে আগামী মৌসুমেই মাঠে দেখা যেতে পারে ওলমোকে।

তবে ওলমো বার্সার ঘরের ছেলে হলেও এই মুহূর্তে তাঁকে দলভুক্ত করা বেশ কঠিনই কাতালানদের জন্য। কারণ তাঁকে দলে ভেড়াতে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বার্সাকে। বার্সার এখন পর্যন্ত আর্থিক যা অবস্থা, তাতে তা এক প্রকার অসম্ভবই বটে। কারণ এই মুহূর্তে আর্থিকভাবে বেশ ঘাটতিতে আছে স্পেনের এ ক্লাব।

মজার ব্যাপার হলো, লা মাসিয়ায় বেড়ে ওঠা ওলমোকে আবার অনায়াসেই নিতে পারে বার্সারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ। বার্সার মতো তাদের এই মুহূর্তে আর্থিক কোনো জটিলতা নেই। তাছাড়া, এই মৌসুম শেষেই ক্লাব ছেড়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের মধ্যভাগের অন্যতম প্রাণ লুকা মদ্রিচ।

লুকা মদ্রিচের সেই শূন্যতা পূরণে তাই মাদ্রিদ বোর্ড অলমোর দিকে নজর রাখতেই পারে। যদিও এখন পর্যন্ত, দানি ওলমোর ব্যাপারে রিয়াল মাদ্রিদ বোর্ড থেকে কোনো আগ্রহের কথা শোনা যায়নি। এখন পর্যন্ত তাদের প্রধান লক্ষ্য, আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে জুড বেলিংহ্যামকে দলে ভেড়ানো। তবে কোনোভাবে এই ডিলটা না হলে, রিয়ালকে বিকল্প ভাবনার পথে হাটতেই হবে। আর সেই ভাবনায় ২৪ বছর বয়সী তরুণ মিডফিল্ডার দানি ওলমো থাকতেই পারে।

রিয়াল মাদ্রিদের মতো দানি ওলমোকে দলে ভেড়ানোর দৌড়ে আসতে পারে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। কারণ এই মুহূর্তে তাদের মধ্যভাগে অলমোর মতোই তরুণ প্রতিভাবান মিডফিল্ডার প্রয়োজন। তাছাড়া আতোয়ান গ্রিজম্যানের মতো ভূমিকা পালন করতে পারবে, এমন খেলোয়াড়ের অনুপস্থিতি আছে অ্যাটলেটিকোর স্কোয়াডে। তাই সেই শূন্যতা মেটাতে ওলমোর দিকে চোখ রাখতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদ।

অবশ্য বার্সার লা মাসিয়া থেকে ফুটবলে হাতেখড়ি হওয়া দানি অলমোর বার্সার প্রতিই কিছুটা দুর্বলতা আছে। এই মুহূর্তে গাভির বিকল্প হিসেবে বার্সার জন্য দারুণ সংযোজন হবেন ওলমো। কিন্তু বার্সার আর্থিক  দুরবস্থায় এমন কিছু সম্ভব না বলেই ধরে নিয়ে যাওয়া যায়। তবে রিয়াল মাদ্রিদের ভাবনায় কোনোভাবে যদি ওলমো চলে আসেন, তাহলে এক সময়ের বার্সার ঘরের ছেলেকে আগামী মৌসুম থেকে শত্রুপক্ষের শিবিরেই দেখা যেতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...