সৌদি ফুটবলারদের রোলস রয়েস উপহার

ফুটবলের ইতিহাসে অঘটনের জন্ম দেওয়া প্রত্যেক ফুটবলারকে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান একটি করে রোলস র‍য়েস ফ্যান্টম গাড়ি উপহার দিবেন।

বিশ্বকাপে সব দল শিরোপার উদ্দেশ্যে আসে না। কিছু কিছু দলের জন্য দুই-একটি ম্যাচে জয়লাভ মানেই বিশাল ব্যাপার। সৌদি আরবের ব্যাপারটিও অনেকটা এমন। সৌদি আরবের জন্য আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করতে সমর্থ হওয়া, বিশ্বকাপ শিরোপা জয়ের মতোই আহামরি ব্যাপার।

‘ওয়ান্স ইন আ লাইফটাইম’ ঘটনা বলতে যা বোঝায় তেমন আরকি। সৌদি আরবের জনগণ ইতোমধ্যেই বিশ্বকাপের সেরা প্রাপ্তির স্বাদ পেয়ে গেছে। বিশ্বকাপের রেপ্লিকা হাতে সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করছেন সৌদির রাস্তায়, পতাকা মিছিলে জমে উঠেছে গোটা রাজ্য।

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ঘটনায় উচ্ছ্বসিত সৌদির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবারও। তাঁদের ফুটবল ইতিহাসে এই জয় এতোটাই অর্থবহ যে দেশটিতে এই দিনটিকে জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করা হয়েছে। বিস্ময়কর বিজয়ের আনন্দে বুধবার সৌদি আরবের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় বন্ধ থাকে। শুধু কি তাই! সৌদি যুবরাজের পক্ষ থেকে দারুণ পুরষ্কার পেতে যাচ্ছেন সৌদি ফুটবলাররা।

ফুটবলের ইতিহাসে অঘটনের জন্ম দেওয়া প্রত্যেক ফুটবলারকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি করে রোলস র‍য়েস ফ্যান্টম গাড়ি উপহার দিবেন। রোলস র‍য়েস ফ্যান্টম গাড়িটির বর্তমান দাম ৪৬০ হাজার ইউএস ডলার থেকে ৫৫০ হাজার ইউএস ডলারের মধ্যে। বিশ্বের লাক্সারিয়াস গাড়িগুলোর মধ্যে অন্যতম এটি। আর অপ্রত্যাশ্যিত জয় এনে দেওয়ার পুরষ্কার হিসেবে তাই পেতে যাচ্ছেন সৌদি ফুটবলাররা।

এখানেই শেষ নয়। আরও কিছু পুরস্কারও ঘোষণা করা হয়েছে তাঁদের জন্য। এর মধ্যে আছে আনলিমিটেড ইন্টারনেট, সৌদি আরবের সকল বিনোদন কেন্দ্রে ফ্রি এন্ট্রি ও এটিএম কার্ডে ২০% ক্যাশব্যাক

তাছাড়া সৌদি ইতিহাসে এই ফুটবলাররা আজীবন তারকা হয়ে রইবেন। সবুজ বাজপাখিরা এখন গ্রুপ-সি এর শীর্ষে অবস্থান করছে। সামনে মেক্সিকো ও পোল্যান্ডকে মোকাবেলা করতে হবে তাঁকে। খোদ সৌদি ফুটবলাররাও এতোটা স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রাখেননি, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে জয়টি তাঁদের আরও বহুদূর স্বপ্ন দেখতে অনুপ্রেরণা দিচ্ছে নি:সন্দেহে। বাকী দুইটি ম্যাচে অসফল হয়ে যদি তাঁরা এখান থেকেই বিদায় নেয়, তবুও তাঁরা জাতীয় বীর হিসেবেই দেশের মাটিতে পদার্পণ করবেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...