নতুন গুরুদের অপেক্ষায় ভারত

বর্তমানে তাঁর সাপোর্টিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে আছেন বিক্রম রাঠোর, বোলিং কোচ ভরত অরুণ এবং আর শ্রীধর আছেন ফিল্ডিং কোচ হিসেবে। তারাও কেউ চুক্তি নবায়নে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না। ফলে, শাস্ত্রীর সাথে সাথে পুরো কোচিং ইউনিটেই পরিবর্তন আসন্ন। তাই শাস্ত্রীর সাথে সাথে বাকিদেরও বিকল্প খুঁজছে বিসিসিআই।

টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী এবং তার কোচিং স্টাফের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শোনা যাচ্ছে রবি শাস্ত্রী কিংবা ক্রিকেট বোর্ড কেউই চুক্তি নবায়ন করতে আগ্রহী নন।

বর্তমানে তাঁর সাপোর্টিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে আছেন বিক্রম রাঠোর, বোলিং কোচ ভরত অরুণ এবং আর শ্রীধর আছেন ফিল্ডিং কোচ হিসেবে। তারাও কেউ চুক্তি নবায়নে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না। ফলে, শাস্ত্রীর সাথে সাথে পুরো কোচিং ইউনিটেই পরিবর্তন আসন্ন। তাই শাস্ত্রীর সাথে সাথে বাকিদেরও বিকল্প খুঁজছে বিসিসিআই। কয়েক জনের নামও আসছে বেশ জোরেসোরেই।

ব্যাটিং কোচ

  • প্রবীন আম্রে (ভারত)

জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান প্রবীন আম্রে ব্যাটিং কোচ হবার দৌড়ে আছেন সবার আগে। আজিংকা রাহানে, শেয়াস আয়ার, রবিন উথাপ্পাদের মতো ব্যাটসম্যানদের মেন্টর তিনি। এর আগে আইপিএলের দল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার সহকারী কোচ এবং দিল্লূর প্রধান স্কাউট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বর্তমানে কাজ করছেন দিল্লী ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে। খেলোয়াড়ি জীবনে ডারবানে অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন আম্রে। প্রবীন আম্রের গুরু ছিলেন রমাকান্ত আচরেকার, যিনি একই সাথে শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেরও প্রধান চালিকাশক্তি ছিলেন।

  • ভিভিএস লক্ষ্মণ (ভারত)

সাবেক ভারতীয় ব্যাটসম্যান কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ হতে পারেন ব্যাটিং কোচ হিসেবে দারুণ পছন্দ। বিশেষ করে ম্যাচের পরিস্থিতি পড়তে পারার ক্ষমতা তার অসাধারণ। পশ্চিমবঙ্গ ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসেবে বর্তমানে কাজ করছেন তিনি। এছাড়া আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর তিনি।

বোলিং কোচ

  • শেন বন্ড (নিউজিল্যান্ড)

বারবার ইনজুরির শিকার না হলে হয়তো সাবেক কিউই পেসার শেন বন্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম পেসার হয়েই ক্যারিয়ার শেষ করতেন। যদিও এরপরও খারাপ করেননি তিনি। মাত্র ১৮ টেস্টেই শিকার করেছেন ৮৭ উইকেট। খেলোয়াড়ি জীবনের আক্ষেপ মেটাতেই হয়তো খেলা ছেড়েই বেছে নিয়েছিলেন ক্রিকেট কোচিং।

২০১২ সালে নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ নিযুক্ত হন তিনি। তার অধীনেই টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের ফুল হয়ে ফোটা। বর্তমানে কাজ করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে এবং সেখানেও বুমরাহ-পান্ডিয়াদের সাথে দারুণ কাজ দেখাচ্ছেন তিনি। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্সের কোচও তিনি।

  • পরশ মামব্রে (ভারত)

সাবেক এই পেসার জাতীয় দলের হয়ে দুইটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন। যদিও মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। খেলা ছাড়ার পর ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে লেভেল-৩ সম্পন্ন করেন তিনি।

গত মৌসুমের রঞ্জির ফাইনাল খেলা বাংলা দলের কোচ ছিলেন তিনি। এছাড়া আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারি কোচ তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। সর্বশেষ ২০২০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের কোচ, ফাইনালে তাঁর শীষ্যরাই হারে বাংলাদেশের বিপক্ষে।

ফিল্ডিং কোচ

  • জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা)

বিশ্বাস করবেন না, সর্বশেষ কোচ নিয়োগের সময় বিসিসিআই জন্টি রোডসের আবেদন নাকোচ করে দিয়েছিল। অথচ কোনো প্রকার সন্দেহ ছাড়াই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিল্ডার তিনি।

কোচ হিসেবে কম যান না, মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করেছেন টানা নয় বছর। বর্তমানে পাঞ্জাব কিংসের কোচ হিসেবে নিযুক্ত আছেন তিনি। এর বাদে তিনি সুইডেন জাতীয় দলের কোচ।

  • রবিন সিং (ভারত)

সাবেক এই ভারতীয় অলরাউন্ডার এক দশক আগে ভারতীয় জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না, সুরেশ রায়না, যুবরাজ সিংদের মতো অসাধারণ সব ফিল্ডার গড়ে উঠেছেন তার অধীনেই।

সেই ২০১০ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত আছেন রবিন সিং। এছাড়াও সিপিএলের দল বার্বাডোস ট্রাইডেন্টসের প্রধান কোচ তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন এই সাবেক ক্রিকেটার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...