কেমন হল পিএসএলের ছয় দল

পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ মার্চ। আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পয়ান করাচি কিংস।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গতকাল। ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ছিলেন ৪০০ বিদেশি ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও মোহাম্মাদ সাইফউদ্দিন সহ ২০ জন বাংলাদেশি ক্রিকেটার থাকলেও তাদের দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফট থেকে অ্যালেক্স হেলস, কলিন মুনরোকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদে পাকিস্তানের স্থানীয় ক্রিকেটারদের ভিতর রয়েছে ফাহিম আশরাফ, শাদাব খান ও হাসান আলীর মতো তারকারা। শহীদ আফ্রিদি, রাইলি রুশো, ক্রিস লিন ও কার্লোস ব্রাথওয়েটের মতো তারকাদের দলে নিয়েছে সুলতান মুলতান্স। এছাড়াও শান মাসুদ ও মোহাম্মদ রেজওয়ানের মতো তারকাদেরও দেখা যাবে মুলতানের জার্সিতে।

গত আসরের রানার্সআপ লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে মোহাম্মাদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, রশিদ খান ও ডেভিড ভিসেকে। তারকা সমৃদ্ধ দল সাজিয়েছে গত আসরের চ্যাম্পিয়ান করাচি কিংসও। বাবর আজম, মোহাম্মাদ আমির, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম ও শারজিল খানদের নিয়ে দল সাজিয়েছে তাঁরা।

সরফরাজ আহমেদ, বেন কাটিং, মোহাম্মাদ নেওয়াজ মাঠ মাতাবেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে। আর শোয়েব মালিক, ওহাব রিয়াজ, ডেভিড মিলার, মুজিব উর রহমান ও রবি বোপারাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ মার্চ। আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পয়ান করাচি কিংস।

একনজরে দেখে নিন পিএসএলের ছয়টি দলের স্কোয়াড

  • ইসলামাবাদ ইউনাইটেড: অ্যালেক্স হেলস, শাদাব খান, কলিন মানরো, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, আসিফ আলি, মুসা খান, জাফর গোহার, হাসান আলি, লুইস গ্রেগরি, ফিল সল্ট, রোহাইল নাজির, রিচ টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আহমেদ সাইফি আব্দুল্লাহ, ক্রিস জর্ডান ও আকিফ জাভেদ।
  • মুলতান সুলতানস: শহীদ আফ্রিদি, রাইলি রুশো, সোহেল তানভীর, ইমরান তাহির, খুশদিল শাহ, জেমস ভিঞ্চ, শান মাসুদ, উসমান কাদির, ক্রিস লিন, সোহেল খান, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মাকসুদ, শোয়েবউল্লাহ, অ্যাডাম লিথ, শাহনেওয়াজ দানি, মোহাম্মদ উমর, ইমরান খান সিনিয়র ও কার্লোস ব্রাথওয়েট।
  • লাহোর কালান্দার্স: মোহাম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, রশিদ খান, ডেভিড ভিসে, হারিস রউফ, বেন ডাঙ্ক, দিলবার হোসেন, সোহেল আখতার, সামিত প্যাটেল, টম অ্যাবেল, জিসান আশরাফ, সালমান আগা, মোহাম্মদ ফাইজান, মাজ খান, জাইদ আলম, জো ডেনলি ও আহমেদ দানিয়াল।
  • পেশোয়ার জালমি: ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, কামরান আকমল, লিয়াম লিভিংস্টোন, হায়দায় আলি, ডেভিড মিলার, মুজিব উর রহমান, শারফেন রাদারফোর্ড, আমাদ বাট, উমাইদ আসিফ, সাকিব মাহমুদ, ইমাম উল হক, মোহাম্মদ ইমরান রানধাওয়া, মোহাম্মদ ইরফান সিনিয়র, ইবরার আহমেদ, মোহাম্মদ ইমরান, রবি বোপারা ও আমির খান।
  • কোয়েটা গ্ল্যাডিয়েটরস: সরফরাজ আহমেদ, বেন কাটিং, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, আজম খান, নাসিম শাহ, জাহিদ মাহমুদ, আনোয়ার আলী, ক্রিস গেইল, টম ব্যান্টন, উসমান শিনওয়ারি, ক্যামেরন ডেলপোর্ট, কাইস আহমেদ, আব্দুল নাসির, সাইম আইয়ুব, আরিশ আলি খান, ডেল স্টেইন ও উসমান খান।
  • করাচি কিংস: বাবর আজম, মোহাম্মদ আমির, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, শারজিল খান, ওয়াকাস মাকসুদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ নবী, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, চ্যাডউইক ওয়াল্টন, জো ক্লার্ক, দানিশ আজিজ, মোহাম্মদ ইলিয়াস, জিসান মালিক, কাসিম আকরাম ও নুর আহমেদ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...