রিয়ালের নতুন ‘দুর্ঘটনা’

লিভারপুলের সাথে দু:খজনক হারের পর ফিরতি পথে রিয়াল মাদ্রিদের টিম বাস একটি দুর্ঘটনার কবলে পড়ে। ইংল্যান্ডের এম ৪০ মোটরওয়েতে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ার ভিডিও তথ্য অনুযায়ী বাসটি একটি লড়ির সাথে ধাক্কা খায়।

লিভারপুলের সাথে দুঃখজনক হারের পর ফিরতি পথে রিয়াল মাদ্রিদের টিম বাস একটি দুর্ঘটনার কবলে পড়ে। ইংল্যান্ডের এম ৪০ মোটরওয়েতে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ার ভিডিও তথ্য অনুযায়ী বাসটি একটি লড়ির সাথে ধাক্কা খায়। তবে স্বস্তির খবর হচ্ছে বাসে তখন কোনো খেলোয়াড় অথবা স্টাফ মেম্বার ছিল না; বাসটি শুধু দলের প্রয়োজনীয় সামগ্রী গুলো বহন করছিল।

ওয়ারউইকশায়ার পুলিশ জানিয়েছেন যে তাঁরা এম৪০ সাউথবাউন্ডে ১৬ এবং ১৫ নম্বর জংশনের মধ্যে একটি গাড়ি, একটি লরি এবং একটি ‘বিখ্যাত ফুটবল দলের’ বাসের ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছে। যদিও সেখান কোনো গুরুতর আহতের ঘটনা ঘটেনি। এছাড়া পুলিশ উল্লেখ করেছে যে, সংঘর্ষের সময় ওই দলের খেলোয়াড়রা বাসে উপস্থিত ছিলেন না।

সাধারণত ইউরোপিয়ান দলগুলো ম্যাচ শেষেই নিজেদের দেশে ফিরে যান, সেক্ষেত্রে বিমানে উড়ে যান তাঁরা। তবে টিম বাসকে স্থলপথ ধরেই ঘরের মাঠে ফিরে যেতে হবে। এম৪০ সাধারণত উত্তর-পশ্চিম ইংল্যান্ড থেকে স্পেনের দক্ষিণ উপকূলের দিকে যাত্রা করার জন্য ব্যবহৃত একটি প্রচলিত রুট।

এমন ঘটনা রিয়াল মাদ্রিদের জন্য এই প্রথম নয়। ফেব্রুয়ারিতে আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর, একটি ধর্মঘটের কারণে রুট পরিবর্তন করে বিমানবন্দর থেকে ফেরার পথে বাসটি একটি টয়োটা গাড়ির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অক্টোবর ২০২৪-এ নতুনভাবে ডিজাইন করা রিয়াল মাদ্রিদের বিলাসবহুল টিম বাস উন্মোচন করা হয়। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্র্যান্ডিং দিয়ে সাজানো এই বাস। এটি ক্লাবের ১.৫ বিলিয়ন ডলার ব্যয়ে পুনর্নির্মাণকৃত বার্নাব্যু স্টেডিয়ামের সঙ্গে সামঞ্জস্য রাখতে তৈরি করা হয়েছে।

Share via
Copy link