Social Media

Light
Dark

ধর্মের খোলসে ঢাকা পড়ে রিজওয়ানের বাজে ফর্ম!

ধর্মীয় অনুশাসন পালনের জন্য মোহাম্মদ রিজওয়ান প্রায় সময়ই প্রশংসা কুড়িয়েছেন; এছাড়া ব্যক্তিগত জীবনে তাঁর বিনয়, সততা আর সরলতা অনেককেই মুগ্ধ করেছে। তবে এবার উল্টো পথে হাঁটলেন পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ, অফ ফর্মের প্রসঙ্গ দেখিয়ে রিজওয়ানের ধর্ম পালনকে বিদ্রুপ করলেন তিনি।

ads

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ মোটেই ভাল যায়নি পাকিস্তানের; যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল তাঁরা। আর পুরো টুর্নামেন্টের অন্যতম ফ্লপ তারকা ছিলেন পাক উইকেটরক্ষক। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে ক্রিকেটীয় আসরে।

তবে ধর্ম পালন নিয়ে খোঁচা মেরে একটু যেন বাড়াবাড়ি করলেন শেহজাদ। তিনি বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক যে কিছু খেলোয়াড় ধর্মের মুখোশ পরে নিজেদের বাজে পারফরম্যান্সকে আড়াল করতে চাচ্ছে। তাঁরা যখন তাঁদের ফিটনেস নিয়ে মিথ্যা বলে তখন ধর্ম কোথায় থাকে। ধর্ম আমাদের দায়িত্ব পালন করতে শেখায়, সেটা নিয়ে মিথ্যে বলতে নয়।’

ads

শুধু ক্রিকেটার নয়, সাবেক এই ওপেনার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপরেও ক্ষোভ ঝেড়েছেন। খেলোয়াড়দের ভিনদেশী লিগে খেলার ছাড়পত্র দেয়া কিংবা বিশ্বকাপের বাজে ফলাফলের সাপেক্ষে কোন অ্যাকশন না নেয়ায় ব্যাপক অসন্তুষ্ট হয়েছেন তিনি।

এই ডানহাতি বলেন, ‘বিশ্বকাপে এত বাজে খেলার পরেও বারোজনকে ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিয়েছে পিসিবি। এই খেলোয়াড়দের কোন লজ্জা নেই; তারা পাকিস্তানের হয়ে পারফর্ম না করলেও এখন ঠিকই লিগ ক্রিকেট খেলবে। পিসিবির এটি করা কি উচিত হয়েছে?’

এরপর তিনি যোগ করেন, ‘পিসিবি চেয়ারম্যান মেজর সার্জারির কথা বলেছিলেন, সেটা কোথায়। ম্যানেজার ও কোচের জমাকৃত প্রতিবেদন অনুযায়ী কোন ব্যবস্থা নেয়া হয়নি কেন? খেলোয়াড়, বোর্ড সদস্য কারোই ভক্তদের প্রতি সম্মান নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link