More

Social Media

Light
Dark

হেলমেটের স্ট্র্যাপ কামড়ে সাকিবের ব্যাটিং!

সাকিবকে নিয়ে সমালোচনা এখন সর্বত্র। তিনি, এর জবাব কতটা দিতে পারবেন সেটা সময়ই বলে দেবে!

হেড পজিশন ঠিক রাখার জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না সাকিব। হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরে তিনি আগেও ব্যাট করেছেন, এবার একই দৃশ্য দেখা গেল ভারতের চেন্নাইয়েও।

সাকিবের সমস্যাটা চোখে, নাকি হেড পজিশন ঠিক রাখায়? – এটা ক্রিকেট পাড়ায় এখন বিরাট একটা রহস্য। সাকিব নিজে অবশ্য বলেছেন, তাঁর চোখে কোনো সমস্যা নেই। তবে, সমস্যা যাই হোক – সেই সংকট নিয়েই খেলে যাচ্ছেন সাকিব।

ক্রিজে যখন আসেন, তখন ৩৬ রানে চার উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ। সেই অবস্থা থেকে সাকিব দলকে কতটা এগিয়ে নিতে পারবেন – সেটা নিয়ে যতটা না, তার চেয়ে বেশি তাঁর হেড পজিশন নিয়েই বেশি আলোচনা হল ধারাভাষ্য কক্ষে।

ব্যাটিংয়ে নামার আগে সাকিব অবশ্য বোলিংয়ে ছিলেন নিজের ছায়া হয়ে। যে আট ওভার বোলিং করেছেন তাতেও তিনি বেশি নিরামিষ। রান গুনেছেন ৫০ টি।

মানে ওভার প্রতি ছয়ের ওপর। ওয়ানডেতেও এত রান হজম করা অন্যায়, সেখানে টেস্টে কিভাবে এত রান গুনবেন দলের অন্যতম সেরা বোলার। তার উপর প্রতিপক্ষ দল যখন ছয় উইকেট হারিয়ে ধুঁকছে। এর ওপর দ্বিতীয় দিন সকালে সাকিব নবিশ একটা ক্যাচ মিসও করেছেন।

সাকিবকে নিয়ে সমালোচনা এখন সর্বত্র। তিনি, এর জবাব কতটা দিতে পারবেন সেটা সময়ই বলে দেবে!

Share via
Copy link