Social Media

Light
Dark

ভারতের ভয় বাড়াচ্ছেন সাকিব

দ্বিতীয় ইনিংসে ফাইফারেরও সুযোগ রয়েছে। সেটা হোক বা না হোক, আসছে চেন্নাই টেস্টে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন এই সাকিব।

বিরুদ্ধ কন্ডিশনে মাঠে নেমেই নয় উইকেট, দুই ইনিংস মিলিয়ে। সারেতে নিজের শুরুটা সাকিব করলেন নবাবী কায়দায়। আর সাকিবের এমন পারফরম্যান্স ভারতের মনে ভয় ধরিয়ে দিতে বাধ্য, দাবি ভারতীয় গণমাধ্যমের।

শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে স্পিনের খাবি খেয়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। আর বিরাট কোহলির বাঁ-হাতি স্পিন দূর্বলতা নতুন কিছু নয়। বিরাটসহ পুরো দলেরই যে স্পিনের বিরুদ্ধে অনেক উন্নতি করতে হবে, কোচিং স্টাফরা সে কথা বারবাই বলেন।

খোদ রোহিত শর্মাও বিষয়টা নিয়ে নাকি ‘সিরিয়াস’। লাল বলের ক্রিকেটে অনেকদিন মাঠের বাইরে ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেরই বাইরে আছেন ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ঐতিহাসিকভাবে চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই যা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে ভারতের জন্য।

আর এই দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ দল ও সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স। সাকিবের কাউন্টি পারফরম্যান্স বাংলাদেশের আশার পালে হাওয়া যোগাচ্ছে।

প্রথম ইনিংসে সমারসেটকে ৩১৭ রানে অলআউট করে সাকিবের দল সারে। বাঁ-হাতি স্পিনার সাকিব একাই চার উইকেট নিয়েছেন। জবাবে সারে ৩২১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সমারসেট অল আউট হওয়ার আগে ২২৪ রান করেছে। এর মধ্যে সাকিবের ঝুলিতে গেছে পাঁচ উইকেট। ম্যাচে তাঁর নয় উইকেট!

কাউন্টিতে অভিষেকেই নায়ক সাকিব। আসছে চেন্নাই টেস্টে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন এই সাকিব। আর সেটা হলে, ভারতের সত্যিই ভয় পাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণই আছে।

Share via
Copy link