Social Media

Light
Dark

নয়ডার টয়লেটেই খাবার পরিবেশনের বাসন ধোয়া হচ্ছে!

মাঠের অবস্থা যেমন সঙিন, আনুষঙ্গিক বন্দবস্তও তথৈবচ। সব মিলিয়ে নয়ডা স্টেডিয়াম নিয়ে অভিযোগের কোনো শেষ নেই। এবার খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন, উসকে গেল নতুন বিতর্ক।

মাঠের অবস্থা যেমন সঙিন, আনুষঙ্গিক বন্দবস্তও তথৈবচ। সব মিলিয়ে নয়ডা স্টেডিয়াম নিয়ে অভিযোগের কোনো শেষ নেই। এবার খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন, উসকে গেল নতুন বিতর্ক।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বৃহত্তর নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে খাবারের বাসন ধোয়ার আলাদা কোনো জায়গা নেই। সেসব ধোয়ার জন্য টয়লেটই শেষ ভরসা।

যত দিন যাচ্ছে, নয়ডা স্টেডিয়াম নিয়ে অভিযোগ ততই বাড়ছে। বৃষ্টি না হলেও আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের প্রথম দু’দিন ভেসে গেছে। কারণ, মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা যাচ্ছেতাই।

তৃতীয় দিন নামে বৃষ্টি। এই টেস্ট তো বটেই সম্ভবত আদৌ আর কখনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে না এই ভেন্যুতে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের রিপোর্টের ওপর এই মাঠের ভবিষ্যৎ নির্ভর করছে।

মাঠে খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে একটি ক্যাটারার প্রতিষ্ঠানকে। সেই প্রতিষ্ঠানের এক কর্মীকে টয়লেটে খাবার পরিবেশন করার বাসন ধুতে দেখা যায়। এটা খুবই অস্বাস্থ্যকর।

টয়লেটের অবস্থাও ভাল নয়। প্রায়ই নাকি পানি থাকে না। ভেন্যুতে অনেক রকম পরিসেবাই নেই। সাংবাদিকদের বসার জায়গাতেও আছে সমস্যা। মাঠে খেলা চললে হয়তো, এত সব নিয়ে ভাবার অবকাশ থাকত না, সেই খেলাও আয়োজন করা সম্ভব হচ্ছে না।

Share via
Copy link