শাহীনের ‘শিক্ষক’ যখন শামি

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে এই দুই পেসারের মধ্যে দারুণ মিল। মাত্রই ইনজুরি সেরে দলের সাথে যোগ দিয়েছেন উভয় বোলার। শাহীন শাহ আফ্রিদি বিশ্বকাপ স্কোয়াডে শুরু থেকে থাকলেও জসপ্রীত বুমরার চোটের কারণে রিজার্ভ বেঞ্চ থেকে বিশ্বকাপ দলে সুযোগ পান মোহাম্মদ শামি।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের আগে লড়াইয়ের কথা শোনা যায় হরহামেশাই। ভারত-পাকিস্তান ম্যাচের আগে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সংবাদমাধ্যম, সাধারণ জনগণ উভয়ের মাঝে শুরু হয় কথার লড়াই। কখনও কখনও ক্রিকেটের উত্তাপ টের পাওয়া যায় রাজনৈতিক বৈরীতায়ও।

যেন জেগে ওঠে পুরনো শত্রুতা। মাঠের খেলোয়াড়দের চিত্র ঠিক বিপরীত। অবশ্য দু’দলের খেলোয়াড়দের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া দারুণ। দিন দুয়েক আগেই তো পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রশংসার বৃষ্টিতে ভিজিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়কও পাকিস্তানের খেলোয়াড়দের সাথে তাদের উষ্ণ সম্পর্কের চিত্র সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন।

এবার সৌহার্দ্যপূর্ণ আরেক চিত্র ভেসে উঠলো শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ শামির মধ্যেও। গ্যাবার নেটে ‍দু’জন ছিলেন পাশাপাশি। নেটে ঢোকা মাত্রই শামির সাথে কুশল বিনিময় করেন শাহীন আফ্রিদি। নেটে থাকা কালে বোলিংয়ের টুকটাক বিষয় শাহীনকে ধরিয়েও দেন শামি। এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে এই দুই পেসারের মধ্যে দারুণ মিল। মাত্রই ইনজুরি সেরে দলের সাথে যোগ দিয়েছেন উভয় বোলার। শাহীন শাহ আফ্রিদি বিশ্বকাপ স্কোয়াডে শুরু থেকে থাকলেও জসপ্রীত বুমরার চোটের কারণে রিজার্ভ বেঞ্চ থেকে বিশ্বকাপ দলে সুযোগ পান মোহাম্মদ শামি।

ভারত ও পাকিস্তান দু’দলই এখন ব্রিসবেনে। দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে গ্যাবাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই সুবাদেই ব্রিসবেনেরে নেটে বসেছিল এমন তারকাদের হাট। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সময় ভারতীয় তরুণ বোলারদের ভরসার নাম শামি। তবে, পাকিস্তানি বোলারকে ম্যাচের মাত্র দিন পাঁচেক আগে পরামর্শ? – এই ইস্যুতে সমালোচিত হতেই পারতেন শামি। তবে, নেটিজেনদের সেই নিয়ে কোনো অভিযোগ নেই। তারা বরং প্রশংসায় ভাসাচ্ছেন মোহাম্মদ শামিকে।

ভারতের হয়ে ওয়ার্মআপ ম্যাচ খেলতে নেমে মোহাম্মদ শামি ১ ওভারে ৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। শামির দারুন বোলিংয়ে হারতে থাকা ম্যাচ ৬ রানে ম্যাচ জেতে ভারত।
দুই দেশের বোলিং আক্রমণের দুই শিরোমণিকে যতই সৌহার্দ্যপূর্ণ অবস্থায় দেখা যাক না কেন ম্যাচের দিন যে তার লেশমাত্র যে দেখা যাবে না তা হলফ করেই বলা যায়। যদিও, ফিটনেসে ফেরার অপেক্ষায় থাকা শাহীনের এখনও পাকিস্তানের বিপক্ষে ফেরাটাই নিশ্চিত নয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...