তিন বিভাগেই উন্নতি চান সৌম্য

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে জয়ের সম্ভবনা তৈরি হলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়টা অধরাই থেকে গেছে বাংলাদেশের। এবারের সফরের পাঁচ ম্যাচ সহ নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে টানা ৩১ ম্যাচ হারলো বাংলাদেশ। 

কোন ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবার কোন ম্যাচে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর প্রতিটা ম্যাচেই ক্যাচ মিসের সাথে ফিল্ডিং মিস তো ছিলোই। পুরো সিরিজে দলের এরকম ভরাডুবির জন্য তিন বিভাগে এক সাথে ভালো করতে না পারাকেই দায়ী করেছেন সৌম্য সরকার। সৌম্য সরকার মনে করেন তিন বিভাগে এক সাথে জ্বলে উঠলে তবেই নিউজিল্যান্ডের মাটিতে জেতা সম্ভব।

নিউজিল্যান্ড সফরে গিয়ে যেন পরাজয়ের বৃত্ত থেকে বেরই হতে পারছে না বাংলাদেশ।ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ছাড়া আর কোন ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে জয়ের সম্ভবনা তৈরি হলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়টা অধরাই থেকে গেছে বাংলাদেশের। এবারের সফরের পাঁচ ম্যাচ সহ নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে টানা ৩১ ম্যাচ হারলো বাংলাদেশ।

ওপেনার সৌম্য বলছিলেন, তিন বিভাগেই ভালো করাটা জরুরি। এক ভিডিও বার্তায় সৌম্য বলেন, ‘এখানে জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি, একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই যদি ভালো করতে পারতাম তাহলে সহজ হত, জয় সম্ভব হতো। আর একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। এই ভুলগুলো না করি যদি, নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের ম্যাচ জিততে পারব।’

ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ থাকার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সৌম্য সরকার। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সময়ের দাবি মিটিয়ে খেলেছিলেন ২৭ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। কিন্তু সৌম্য আউট হওয়ার পরই পথ হারায় বাংলাদেশের ইনিংস। এই ব্যাটসম্যান জানিয়েছেন ম্যাচ জিততে পারলে আরো ভালো লাগতো তাঁর।

তিনি বলেন, ‘যখন দুই ওপেনার ব্যাটিংয়ে গেছে লক্ষ্য ঠিক ছিল না। যখন মাঠের ভেতর গেলাম, আম্পায়ারের সঙ্গে কথা বললাম, উনি বললেন এরকম একটা লক্ষ্য। এভাবেই শুরু করলাম। প্রথম বলেই চার পেয়ে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। আগের ম্যাচ গুলো এত ভালো হয়নি। চেষ্টা ছিল এই ম্যাচে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার। উইকেটও ভালো ছিল। দিন শেষে ম্যাচ জিতলে আরও ভালো লাগত।’

আগামীকাল ইডেন পার্ক, অকল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...