Social Media

Light
Dark

অধিনায়ক থেকে বেঞ্চে

একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকেন বোধহয় অধিনায়কেরা। আইপিএলে খুব স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনেক বেশি প্রত্যাশা থাকে দল নিয়ে। অধিনায়কের দায়িত্ব থাকে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। তবে প্রতি আসরে সেটা নিশ্চই সম্ভব হয় না। এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অনেক অধিনায়কই চাপ সামলাতে পারেন না।

ads

ফলে অধিনায়ক হিসেবে অনেকেরই আইপিএলের অভিজ্ঞতা খুব একটা ভালো না। অধিনায়ক কিংবা ক্রিকেটার হিসেবেও চাপের মুখে পারফর্ম করতে পারেননা অনেক গ্রেট ক্রিকেটাররাও। আইপিএলের কোন মৌসুম অধিনায়ক হিসেবে শুরু করে শেষ করেছেন বেঞ্চে বসে এমন ইতিহাসও আছে। পুরো মৌসুম শেষ করতে না পারা সেই অধিনায়কদের নিয়েই এই তালিকা।

  • কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন কুমার সাঙ্গাকারা। ক্যারিয়ারের শেষ সময়ে এসে এই কিংবদন্তিও খেলেছিলেন আইপিএলে। ২০১৩ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্ব নেন। তবে সেই মৌসুমে অধিনায়ক হিসেবে ভীষণ মলিন ছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

ads

দল হায়দ্রাবাদও খুব একটা ভালো করছিল না। এর প্রভাব পড়েছিল তাঁর ব্যাটিংয়েও। ওই মৌসুমে মাত্র ৮৮ স্ট্রাইক রেটে করেছিলেন ১২০ রান। পরে আসরের মাঝখানেই অধিনায়ক পরিবর্তন করেন সানরাইজার্স হায়দ্রাবাদা।

  • ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

আন্তর্জাতিক ক্রিকেটের আরেক কিংবদন্তি নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। ব্যাট-বল দুই ডিপার্টমেন্টেই দারুণ কার্যকর ছিলেন এই কিউই ক্রিকেটার। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে মৌসুম শুরু করেন তিনি। তবে বল হাতে একেবারেই পারফর্ম করতে পারছিলেন না বাঁ-হাতি স্পিনার ভেট্টোরি।

পরে তাঁর অধিনায়কত্ব তুলে দেয়া হয় বিরাট কোহলির হাতে। পরে একাদশেও তাঁর জায়গায় আসেন মুত্তিয়া মুরালিধরন। সেই থেকে আজ অবধি দলের অধিনায়ক এই বিরাট কোহলি। পরে তিনি ভারতীয় জাতীয় দলেরও দায়িত্ব নেন।

  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়কদের একজন রিকি পন্টিং। তবে আইপিএলে অধিনায়ক হিসেবে স্মৃতিটা খুব বেশি ভালো না। ২০১৩ সালে আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আসর শুরু করেছিলেন তিনি।

তবে, মাঝপথে নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন। পরে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। সেই মৌসুমেই মুম্বাইকে শিরোপা এনে দিয়েছিলেন রোহিত শর্মা। কালক্রমে এই রোহিত শর্মার হাত ধরে অজেয় এক দল হয়ে ওঠে মুম্বাই ইন্ডিয়ান্স।

  • গৌতম গম্ভীর (ভারত)

ভারতের সর্বকালের সেরা ওপেনারদের একজন গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ভারতের এই ওপেনার তাঁর সর্বশেষ আইপিএল খেলেছেন দিল্লি ডেয়ার ভেভিলসের হয়ে ২০১৮ সালে।

সেই মৌসুমে দিল্লির অধিনায়ক হিসেবেই যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে ক্যারিয়ারের শেষ সময়ে এসে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না গম্ভীর। ফলে গম্ভীর মৌসুমের মাঝপথেই নিজেকে অধিনায়কের দায়িত্ব থেকে সড়িয়ে নেন। পরে শ্রেয়াস আইয়ারকে অধিনায়কত্ব দেয় দিল্লি।

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক হিসেবে বেশ সফল ছিলেন ডেভিড ওয়ার্নার। তবে আমাদের এই তালিকার নতুন সংযোজন তিনি। এই বছরের আইপিএলের শুরু তাঁকে অধিনায়ক ঘোষণা করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

পরে, তাঁর জায়গায় আসেন কেন উইলিয়ামসন। পরে বাজে ফর্মের কারণে একাদশেও জায়গা হারান ওয়ার্নার। শোনা যাচ্ছে, এবার আর আইপিএলে খেলবেনই না তিনি। তিনি নিজেও দিয়েছেন এমন আভাস।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link