দেশে ফিরতে বাধ্য হলেন তামিম

সর্বশেষ গেল বুধবারের ম্যাচে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে হয়ে কাঠমান্ডু ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামেন তিনি। সেখানে ব্যাট হাতে করেন মোটে নয় বলে নয় রান। আরও বড় সমস্যা হল - এই ম্যাচেই আঙুলে চোট পান তিনি।

চোটটা এখন যেন তামিম ইকবাল খানের নিত্যসঙ্গী। এই চোট কাটিয়ে পুনর্বাসনের পরই তিনি গিয়েছিলেন নেপালের নব্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে। সেখানে একটা ম্যাচে তিনটি লাইফ নিয়ে করা ৩০ বলে ৪০ রান বাদ দিলে আর কোনো সাফল্য নেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের।

সেখান থেকে আর সাফল্য পাওয়ার সুযোগও নেই ‘দেশ সেরা ওপেনার’ খ্যাত তামিম ইকবালের। কারণ, চোট কাটিয়ে এই টি-টোয়েন্টি আসরে খেলতে যাওয়া তামিমকে ফিরে আসতে হয়েছে চোট নিয়ে।

সর্বশেষ গেল বুধবারের ম্যাচে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে  হয়ে কাঠমান্ডু ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামেন তিনি। সেখানে ব্যাট হাতে করেন মোটে নয় বলে নয় রান। আরও বড় সমস্যা হল – এই ম্যাচেই আঙুলে চোট পান তিনি।

ফলে বাধ্য হয়েই আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরে আসেন তিনি। ঢাকার ফেরার পর বনানীর একটা হাসপাতালে তাঁর আঙুলে স্ক্যান করা হয়। সেখান থেকে আসে আরো বড় দু:সংবাদ। তামিমের এই চোট কাঁটাতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।

সর্বশেষ গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তামিম ইকবালের। এরপর টানা তিনটি টি-টোয়েন্টি  সিরিজে দলের বাইরে ছিলেন তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। এখানে হাঁটুর ইনজুরির জন্য তাঁর তিন মাস মাঠের বাইরে থাকা বড় ভূমিকা রেখেছে।

চোট কাটিয়ে তামিম নেপালে গিয়েছিলেন। সেখানে পাঁচ ম্যাচে করেন মাত্র ৭৫ রান। আরো বড় দু:সংবাদ হল সেখান থেকে পাওয়া চোট তাঁকে আবারও মাঠের বাইরে ছিটকে দিল। দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না তাঁর।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...