Social Media

Light
Dark

রেড ডেভিলদের ডাগআউটে নড়বড়ে টেন হাগ?

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বেশ কিছুদিন যাবত চলছে গুঞ্জন। ছাটাই হতে পারেন ম্যানেজার এরিক টেন হাগের। ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে অসহায় আত্মসমর্পন সেই গুঞ্জনকে করেছে আরও জোরদার।

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বেশ কিছুদিন যাবত চলছে গুঞ্জন। ছাটাই হতে পারেন ম্যানেজার এরিক টেন হাগ। ঘরের মাঠে টটেনহাম হটস্পারের কাছে অসহায় আত্মসমর্পণ সেই গুঞ্জনকে করেছে আরও জোরদার।

সম্প্রতি ঘরের মাঠে পরাজয় বরণ করেছে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড মাঠে টটেনহামের সাথে তিন শূন্য ব্যবধানে হারে তাঁরা। এর আগে ইউরোপার ময়দানেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এফসি টোয়েন্টির সাথেও করেছে ড্র । সাবেক লিভারপুল ও ইংলিশ মিডফিল্ডার জেমি রেডন্যাপ তো বলেই বসেছেন যে ম্যান ইউ কেবল পেছাচ্ছে। সে বর্তমান অবস্থাকে রক বটম বা সর্বনিম্ন স্তর বলেও আখ্যা দেন।

আসলেই তাই টেন হাগের হাত ধরে  ইউনাইটেডের ঘরে এসছে কেবল একটি এফ এ কাপ মাত্র। অথচ এই গ্লেজাররাই এক সময়ে ছিল প্রিমিয়ার লিগ সেরা ক্লাব। ইতিহাস তো তাই বলে। যার সাক্ষী ২০ টা প্রিমিয়ার লিগ সাথে ১৩ টা এফএ কাপ। সাথে আছে  একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ শিরোপা।

এমন এক অবস্থায় রেড ডেভিলদের মালিক পক্ষের স্যার জিম র‍্যাটক্লিফ বিকল্প দেখবেন এই তো স্বাভাবিক। এ বিষয়ে সিদ্ধান্ত তিনি জানাবেন সামনের আন্তর্জাতিক ব্রেকে। এক্ষেত্রে বিকল্প হিসেবে কিছু নামকে সামনে এগিয়ে রাখার কথাও ভাসছে হাওয়ায়। যাদের ভেতর ইন্টার মিলান হেড কোচ সিমিয়নে ইনজাংঘি এবং ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ গ্যারেথ সাউথগেটের নামই বেশি শোনা যাচ্ছে।

ইনজাঘির ম্যানেজার হিসেবে রয়েছে বেশ নাম ডাক। সাক্ষী তাঁর পাঁচ ট্রফি। যাতে আছে বিগত মৌসুমের সিরাআ শিরোপা। অন্যদিকে, গত দুই ইউরোতে রানার্স আপ হওয়া ম্যানেজার গ্যারেথ সাউথগেট। এর বাইরে তাঁর হাতেই ২০১৮ সালে ইংলিশরা বিশ্বকাপ মঞ্চে চতুর্থ হয়। পাশাপাশি তাঁর রয়েছে গ্লেজারদের স্পোর্টিং ডিরেক্টরের সাথে সুসম্পর্ক।যা তাঁকে ইনজাংঘির থেকে রেখেছে কিছুটা এগিয়ে।

তবে টেন হাগের জন্য এখনও আশার সংবাদ রয়েছে। ২৫ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা টেন হাগের প্রতি এখনও আস্থা রাখছেন স্যার র‍্যাটক্লিফ। সামনে রেড ডেভিলদের খেলা এস্টন ভিলা আর পোর্তোর সাথে। এখনকার অবস্থার সাপেক্ষে এ দু’ম্যাচকেই  দলে থাকার শেষ সুযোগ হিসেবে ধরে নিতে পারেন ৫৪ বছর বয়সী এরিক টেন হাগ।

Share via
Copy link