Social Media

Light
Dark

বাবরের অষ্টম শূন্যে শরিফুলের স্বপ্ন পূরণ

আর কারও টা হোক কিংবা না হোক, নিজের স্বপ্ন পূরণ করেছেন শরিফুল ইসলাম। সিরিজ শুরুর আগে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে লাহোরে অনুশীলন ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের শরিফুল জানিয়েছিলেন বাবরকে আউট করে স্বপ্ন পূরণ করতে চান।

বাবর আজম – সাম্প্রতিক সময়ে যতই সমালোচনা হোক না কেন তিনি তাঁর সময়ের সেরাদের একজন। যেকোনো ফরম্যাটেই তাঁর উইকেট পাওয়ার স্বপ্ন থাকে বিশ্বের সেরা সব বোলারদের। কারও স্বপ্ন পূরণ হয়, কারওটা হয় না।

ads

আর কারও টা হোক কিংবা না হোক, নিজের স্বপ্ন পূরণ করেছেন শরিফুল ইসলাম। সিরিজ শুরুর আগে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে লাহোরে অনুশীলন ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের শরিফুল জানিয়েছিলেন বাবরকে আউট করে স্বপ্ন পূরণ করতে চান।

শরিফুল বলেছিলেন, ‘আমার কাছে বাবরের উইকেট স্বপ্নের মত। আমি তার উইকেট পেলে খুব খুশি হব। তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি। তাকে দ্রুত ফেরাতে হবে আমাদের।’

ads

বৃষ্টির কারণে চার ঘণ্টা পর শুরু হওয়া টেস্টে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। চতুর্থ ওভারে পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ।

ইনিংসের সপ্তম ও নিজের চতুর্থ ওভারে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ৬ রানে থামান শরিফুল। নবম ওভারে পাকিস্তানকে বড়সড় ধাক্কা দেন এই বাঁ-হাতি পেসার। পাকিস্তানের সেরা ব্যাটার বাবরকে আউট করেন শরিফুল।

শরিফুলের লেগ সাইড ডেলিভারিটি গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন বাবর। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন। ২ বল খেলা বাবরকে খালি হাতে ফিরিয়ে স্বপ্ন পূরণ হয় শরিফুলের।

৫৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে অষ্টমবার শূন্যতে ফিরলেন বাবর। বাংলাদেশের বিপক্ষে আগের পাঁচ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৪২ রান করেছেন বাবর।

Share via
Copy link