কিস্তিতে জরিমানা দিতে চান আকমল

আর্থিক জরিমানর সাড়ে ৪২ লাখ রুপি কিস্তিতে পরিশোধ করার আবেদন করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্ত আকমলের আবেদন নাকচ করে দিয়ে পিসিবি থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এক সাথেই পুরো টাকা পরিশোধ করে দিতে হবে এই ব্যাটসম্যানকে।

গত বছর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন জুয়াড়ির প্রস্তাব গোপন করায় উমর আকমলকে তিন বছরের নিষেধাজ্ঞা সহ সাড়ে ৪২ লাখ রুপি জরিমানা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই শাস্তির বিপক্ষে আপিল করার পর শাস্তি দুই বছর কমিয়ে এক বছর করলেও আর্থিক জরিমানা মাফ করেনি পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এরকম অবস্থায় আর্থিক জরিমানর সাড়ে ৪২ লাখ রুপি কিস্তিতে পরিশোধ করার আবেদন করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্ত আকমলের আবেদন নাকচ করে দিয়ে পিসিবি থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এক সাথেই পুরো টাকা পরিশোধ করে দিতে হবে এই ব্যাটসম্যানকে।

নিষেধাজ্ঞার কারণে গত এক বছর ধরেই সব ধরণের ক্রিকেটের বাইরে রয়েছেন উমর আকমল। নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারেননি পিএসএলের সর্বশেষ আসরেও। আর লম্বা ধরে সময় ক্রিকেটের বাইরে থাকার কারণে পুরো টাকা এক সাথে দেওয়ার সামর্থ্য নাকি নেই আকমলের। তাই বাধ্য হয়ে পিসিবির কাছে আবেদন করেছিলেন তিনি।

গত বছরের ২০ ফেব্রুয়ারি উমর আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করার পরেও আইনি লড়াই করেননি তিনি। যার ফলে আনুষ্ঠানিক কোন শুনানি ছাড়াই শৃঙ্খলা কমিটি সরাসরি এই শাস্তি দেন তাকে।

শাস্তি পাওয়ার পর উমর আকমল তখন জানিয়েছিলেন ২ লাখ ডলারের বিনিময়ে এক জুয়াড়ি কাছ থেকে ২ টি বল ছেড়ে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তিনি তখন আরো জানিয়েছিলেন ২০১৫ সালের বিশ্বকাপ চলার সময়ও ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। তিনি কোন প্রস্তাবে রাজি না হলেও আইসিসি অথবা পিসিবিকে কিছুই জানাননি।

কিন্তু আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা রয়েছে যদি কোনো ক্রিকেটার বাজিকরদের থেকে প্রস্তাব পান তবে তা অবশ্যই আইসিসি অথবা তাঁর বোর্ডকে জানাতে হবে। আর কোন কারণে জানাতে ব্যর্থ হলে সর্বনিম্ন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে তাকে।

পাকিস্তানের জার্সিতে ২০১৯ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ১২১ ওয়ানডেতে ৩৪.৩৪ গড়ে ৩১৯৪ রান সংগ্রহ করেছেন উমর আকমল। এছাড়া ১৬ টেস্টে ৩৫.৪২ গড়ে ১০০৩ রান ও ৮৪ টি-টোয়েন্টিতে ২৬ গড়ে ১২২.৭৩ স্টাইকরেটে ১৬৯০ রান সংগ্রহ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...