বিপিএলে উন্মুক্ত চাঁদ

অবসর নিয়ে ফেলায় বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোনো বিধি নিষেধ তাঁর ক্ষেত্রে খাটে না। তাই ফ্র্যাঞ্চাইজি আসর চাইলে খেলতে পারেন। বিগব্যাশে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। এর আগেই অনেক দল নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। দল গুলোতে স্বাভাবিকভাবেই আছে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য। প্লেয়ার ড্রাফটের পর এখানে পাকিস্তানিদের সংখ্যা নি:সন্দেহে আরও বাড়বে। প্লেয়ার ড্রাফটে বাকিদের সাথে লড়াইয়ে থাকবেন এক ভারতীয় ক্রিকেটারও। তিনি হলেন ভারতের হয়ে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ।

যদিও, ভারতীয় ক্রিকেট থেকে তিনি আগাম অবসর নিয়ে ফেলেছেন। তিনি এখন থাকেন মূলত আমেরিকায়। সেখানে মেজর লিগ ক্রিকেট খেলেন। হয়তো, সব ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলে ফেলবেন।

অবসর নিয়ে ফেলায় বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোনো বিধি নিষেধ তাঁর ক্ষেত্রে খাটে না। তাই ফ্র্যাঞ্চাইজি আসর চাইলে খেলতে পারেন। বিগব্যাশে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন।

চাঁদ অবশ্য এর আগেও এসেছেন বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট  লিগে তিন মৌসুম খেলেছেন। বিপিএলের ড্রাফটে এই প্রথম। দল পেলে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে খেলবেন বিপিএল।

২০১২ সালে তাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বিভিন্ন দলের হয়ে খেলেছেন এই ওপেনার। তবে, সেখানে বলার মত পারফরম্যান্স ছিল না। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি তিনি। বিরাট প্রতিভাধর ছিলেন তিনি। তবে, সেটা সঠিক সময়ে, সঠিক জায়গায় কাজে লাগাতে পারেননি তিনি। বলা উচিৎ, প্রতিভার সদ্ব্যবহার করতে না পেরে জাতীয় দলের ধারে কাছেও আসতে পারেননি তিনি।

তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোটে ২১ টা ম্যাচ, ২০ ইনিংস। যেখানে ১০০ স্ট্রাইক রেটে মাত্র ১৫ গড়ে করেছেন ৩০০ রান। সর্বসাকুল্যে ২০১৫ সালে একটা হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন।

তবে, প্রথম শ্রেণির ক্যারিয়ারটা তাঁর আরেকটু লম্বা। সেখানে তিন হাজের উপরে রান করেছেন। আটটি সেঞ্চুরি ও ১৬ টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। যদিও, এটাও ঠিক আন্তর্জাতিক মানের ছিল না, যাতে করে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসতে পারেন। তাই, তো আগে ভাগেই ভারতের অধ্যায় শেষ করে পাড়ি জমিয়েছেন আমেরিকায়।

জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের নবম আসর শুরু হবে ২০২৩ সালের পাঁচ জানুয়ারি। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...