কেন সোলশায়ারেই আস্থা!

২০১৮/১৯ মৌসুমে ১৯ ম্যাচের মধ্যে ১৪ টি জয়ে গুনারের সাথে তিন বছরের চুক্তি সাক্ষর করে রেড ডেভিলরা। আরেকটু থিতু হলেন সোলাশায়ার ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সেরা এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে ওলে গুনার সোলশায়ার অন্যতম। খেলোয়াড়ি জীবনে তিনি পুরো এক দশক কাটিয়েছেন ওল্ড ট্রাফোর্ডে। ১৯৯৬/৯৭ থেকে ২০০৬/০৭ মৌসুম রেড ডেভিলদের জার্সি জড়িয়ে কত জয়ে রেখেছেন যে অবদান তার হিসেব কষে বের করতে লেগে যেতে পারে বেশ খানিকটা সময়।

সেই হিসেব বাদ দিয়ে তাঁকে দেওয়া একটি উপাধী প্রমাণ করে যে তিনি কতটা পরিমাণ কার্যকরী একজন খেলোয়াড় ছিলেন। তাঁকে ‘সুপার সাব’ আখ্যায়িত করা হতো। এমন অনেক ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করে জিতিয়েছেন।

তিনি ছিলেন ভরসার প্রতীক। সেই ভরসার জায়গা থেকেই ওলে গুনারের হাতে পুরো দল সাজাবার দায়িত্ব দিয়ে দেন, ম্যান ইউ নীতি নির্ধারকরা। গেলো তিন মৌসুম ধরে তিনি রেড ডেভিলদের কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন অবধি।

২০১৮/১৯ মৌসুমের শুরুর দিকে প্রাক্তন কোচ হোসে মরিনহোকে হটিয়ে ওলে গুনারকে দায়িত্ব দেওয়া হয় ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হয়। শুরুতেই চমক দিয়ে বসেন তিনি। তাঁর ম্যান ইউ কোচিং ক্যারিয়ারের সূচনা হয় স্বপ্নের মতো।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জয় তুলে নেয় তাঁর শীর্ষরা।তবে চ্যাম্পিয়ন্স লিগে হারের মুখ দেখতে হয় তাঁকে প্যারিস সেইন্ট জার্মেইর বিপক্ষে। ২-০ গোলে হারে ম্যান ইউ। সেই মৌসুমে ১৯ ম্যাচের মধ্যে ১৪ টি জয়ে গুনারের সাথে তিন বছরের চুক্তি সাক্ষর করে রেড ডেভিলরা। আরেকটু থিতু হলেন সোলাশায়ার ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে।

তাঁর দায়িত্ব গ্রহণের পর ২০১৯/২০ মৌসুমে ম্যান ইউ আগের মৌসুমের সমান ৬৬ পয়েন্ট তুলে টেবিলের তৃতীয় স্থান দখল করতে সক্ষম হয়। যদিও এই পরিমাণ পয়েন্টে আগের সিজনে তাঁরা কেবল ষষ্ঠ স্থানে থেকেই লিগ শেষ করতে পেরেছিল। পরবর্তী মৌসুমে অর্থাৎ ২০২০/২১ মৌসুমে রীতিমত লিগ চ্যাম্পিয়ন শিরোপার জন্যে ম্যানচেস্টার সিটির সাথে সমান তালে পাল্লা দিতে থাকে ওলে গুনার সোলসায়ারের নেতৃত্ব পগবা, ডি গিয়ারা।

তবে গত তিন বছরে সোলশায়ার ম্যানচেস্টার ইউনাইটেড জেতাতে পারেননি কোন শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে আশানুরুপ ফল তো দূরে থাক ইউরোপা লিগের ট্রফিটাও কোচ হিসেবে ছুঁইয়ে দেখার সুযোগ হয়নি তাঁর। এতেই বেশ ক’বার তাঁর ছাটাইয়ের গুঞ্জন উঠেছিল ওল্ড ট্রাফোর্ড আঙ্গিনায়। তবে সকল গুঞ্জন টপকে তিনি টিকে যান।

আগামী ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাটেডে তাঁর কোচিং ক্যারিয়ারের তিনি বছর পূর্তির দাড়প্রান্তে দাঁড়িয়ে তিনি আবার সরব হয়েছে গুঞ্জন। এই মৌসুমের শুরুতে বেশ ক’বার হোচট খেয়েছেন তিনি তাও আবার ঘরের মাঠে। শেষ লিগ ম্যাচে এভারটনের বিপক্ষে ড্র করে ম্যান ইউ। এছাড়াও ঘরের মাঠে শূন্য হাতে ফেরার ঘটনারও সাক্ষী সোলশায়ার তাও আবার অ্যাস্টন ভিলার বিপক্ষে।

তাছাড়া শিরোপা জেতার এক অন্যতম সহজ সুযোগ ধরা হয় কারাবো কাপকে। সহজ শিরোপা জয়ের সেই সুযোগটা হাত ছাড়া হয়েছে সোলশায়রের। ওয়েস্ট হামের বিপক্ষে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেয় ম্যান ইউ। ইতিমধ্যে একটি হলেও শিরোপা জয়ের সম্ভাবনা কমে গেলো পঁচিশ শতাংশ। এতেই নতুন করে ডালপালা ছড়িয়েছে গুনারের ছাটাই প্রসঙ্গে।

তবে তাঁকে এখনোই ছেড়ে দিতে অনিচ্ছুক ইউনাইটেড কর্তারা। এর পেছনে অনেক বড় কারণ হতে পারে তাঁর ধারাবাহিকতা। তাঁর নেতৃত্বে দল শিরোপা জিততে না পারলেও ধারাবাহিকতা বজায় রেখেছে। গত তিন মৌসুমে ষষ্ঠ স্থানের নিচে যায়নি ক্লাবটি। তাই এখনই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে নারাজ রেড ডেভিল পরিচালকরা। এছাড়াও তাঁর প্রাক্তন সতীর্থরাও তাঁর উপরই ভরসা রাখতে চাচ্ছেন এবং তাঁকে সময় দেবার পক্ষে মতামত দিয়েছেন প্রাক্তন খেলোয়াড়েরা।

সোলশায়ার এ মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলে বেশকিছু গুরুত্বপূর্ণ দলবদলও করেছেন। যা প্রমাণ করে তিনি অনেক বেশি সচেষ্ট এবং তাঁর চিন্তাভাবনার বেশ বড় জায়গা জুড়েই রয়েছে শিরোপা জয়ের আকাঙ্খা। তাঁর কর্মকর্তা থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়দের পূর্ণ সমর্থন পাচ্ছেন সোলশায়ার।

কিন্তু এই আন্তর্জাতিক বিরতির পর বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সোলশায়ারকে। পরবর্তী চার লীগ ম্যাচে তাঁকে তাঁর দল নিয়ে যেতে হবে লেস্টার সিটির মাঠে, আতিথিয়তা দিতে হবে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ও শহর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটিকে এবং টটেনহামের ঘরের মাঠে গিয়ে খেলতে হবে আরো একটি ম্যাচ। এই চারটি ম্যাচ হতে পারে সোলসায়ারের জন্যে অতন্ত গুরুত্বপূর্ণ।

এই গুরুত্বপূর্ণ খেলাগুলোকে সামনে রেখে গেলো সপ্তাহের মতো খারাপ পারফর্মেন্স তাঁর জন্যে রীতিমত কাল হয়ে দাঁড়াতে পার। তাই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে ওলে গুনার সোলশায়ারকে। অধিকাংশ ফুটবল বিশারদের মতে তাঁর পরিকল্পনা এবং দলের ভাল ফলাফলের জন্যে নেওয়া পদক্ষেপগুলো প্রশংসনীয়।

কিন্তু, খেলোয়াড় আর সোলশায়ারের পরিকল্পনায় কোথাও একটু ফারাক থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা এটাও বিশ্বাস করেন যে শীঘ্রই তিনি এসকল সমস্যা থেকে বেড়িয়ে আসার কোন এক উপায় খুঁজে বের করে ফেলবেন এবং দলকে জেতাবেন শিরোপা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...