ভুল করতে চান না আফিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় এই অলরাউন্ডার আজ অনুশীলন শেষে জানিয়েছেন আগে থেকেই অনুশীলন শুরু করাটা তাদের জন্য প্রয়োজন ছিল। তিনি মনে করেন এটা তাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার বিশ দিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। যদিও এখনো অনুশীলনে যোগ দেয়নি শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরা ক্রিকেটাররা। এরপরেও প্রাথমিক দলে থাকা বাকি ক্রিকেটারদের এত আগে থেকে অনুশীলন শুরু করাকে ইতিবাচক দিক হিসাবে দেখছেন আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় এই অলরাউন্ডার আজ অনুশীলন শেষে জানিয়েছেন আগে থেকেই অনুশীলন শুরু করাটা তাদের জন্য প্রয়োজন ছিল। তিনি মনে করেন এটা তাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে।

এই অলরাউন্ডার বলেন, ‘একটা সিরিজের আগে আমরা লম্বা সময় ধরে অনুশীলন করতে পারতেছি এটা অবশ্যই একটা পজেটিভ দিক। আর অবশ্যই এটা আমাদের জন্য দরকার ছিল। যেটা সিরিজের আগে প্রস্তুতিতে খুব সাহায্য করছে।’

গত কয়েকটা সিরিজে বাংলাদেশের ফিল্ডাররা প্রচুর ক্যাচ মিস ও ফিল্ডিং মিস করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং মিসের খেসারত দিয়েই হেরেছিল বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস হয়েছে। আফিফ জানিয়েছেন এই ভুল যেন আর না হয় তাই প্রতিদিন অনুশীলন শেষে ফিল্ডিং নিয়ে কাজ করছেন তারা।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে দলগত ভাবে ফিল্ডিংটা আমাদের ভালো হয় নাই। কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা ভালো ভাবেই নিচ্ছি। প্রতিদিন অনুশীলন শেষে আমাদের ফিল্ডিং সেশন থাকতেছে। ওখানে চেষ্টা করছি যাতে ভালো কিছু শিখতে পারি। যাতে ম্যাচে এই মিসটেক গুলো না হয়।’

দেশের মাটিতে সর্বশেষ সিরিজে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় আত্নসমর্পণ করে হোয়াটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ঐ সিরিজে মুস্তাফিজুর রহমান থাকলেও ছিলেন না সাকিব আল হাসান। আইপিএল থেকে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন দুজনই। দুজনের ফেরাতে এই সিরিজে ভালো করতে আশাবাদী আফিফ হোসেন।

আফিফ বলেন, ‘আমাদের যেহেতু পুরো টিমের সবাই আছে। সাকিব ভাই, মুস্তাফিজ ভাই থাকবে তো অবশ্যই এটা পজেটিভ দিক আমাদের জন্য যে পুরো দলটা খেলতে পারতেছে। তো আশা করি এই সিরিজটা আমরা ভালো ভাবে শেষ করবো ইনশাআল্লাহ।’

জানিয়ে রাখা ভালো, ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১ টায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...