অভিকের স্বপ্নের দৌড়

এসবকিছই যেন তুচ্ছ হয়ে গেল এক অভিক আনেয়ারের কাছে। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে রেসিং চ্যাম্পিয়ন হয়ে দারুণ একটা ইতিহাসও গড়ে ফেলেছেন। এ যেন স্বপ্ন বাস্তবে নামিয়ে আনা। অভিক প্রথম বাংলাদেশি যিনি টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে জয়ের পাশাপাশি ব্যাক টু ব্যাক ‘পোডিয়াম ফিনিশ’ অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার মাধ্যমে অনেক প্রথমের স্বাক্ষী হয়েছেন বাংলাদেশি এ রেসার। আন্তর্জাতিক মোটরস্পোর্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে এই জয় বার্তা দিল দারুণ এক ভবিষ্যতেরও।

একজন বাংলাদেশি হিসেবে রেসিং কারের শিরোপা করার বিষয়টি নিয়ে কাউকে আগাম ধারনা দেওয়ার কথাটি বলা হলে ন্যা সূচক উত্তরই আসত। বিশেষ করে ধনীদের এই খেলাটি যখন বাংলাদেশে হয় না তখন কেউ খেলাটি খেলে আন্তর্জাতিক শিরোপা জয় করবে, বিষয়টি সাধারণের কল্পনা শক্তিকেও হার মানাতে বাধ্য।

এসবকিছই যেন তুচ্ছ হয়ে গেল এক অভিক আনেয়ারের কাছে। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে রেসিং চ্যাম্পিয়ন হয়ে দারুণ একটা ইতিহাসও গড়ে ফেলেছেন। এ যেন স্বপ্ন বাস্তবে নামিয়ে আনা। অভিক প্রথম বাংলাদেশি যিনি টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে জয়ের পাশাপাশি ব্যাক টু ব্যাক ‘পোডিয়াম ফিনিশ’ অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার মাধ্যমে অনেক প্রথমের স্বাক্ষী হয়েছেন বাংলাদেশি এ রেসার। আন্তর্জাতিক মোটরস্পোর্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে এই জয় বার্তা দিল দারুণ এক ভবিষ্যতেরও।

পুরো আসরে সব মিলিয়ে মোট ৩১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন অভিক। দ্বিতীয় স্থানে থাকা স্কট ডিমেলারের চেয়ে ১১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে প্রমাণ করেছেন ভবিষ্যতে আরও বড় কিছু করতে চান তিনি। চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষ হওয়ার পরেই হাতে ৮৬ পয়েন্টের বড় লিড নেন অভিক। দ্বিতীয় অবস্থানে থেকে ষষ্ঠ ও চূড়ান্ত রাউন্ড এসে প্রথম ধাপে থেকে শেষ করেন তিনি।

এর আগে ২০২১ সালের নভেম্বরে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে টানা তিনটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অভিক। দুবাই অটোড্রোম ও ইয়াস ম্যারিনা এফ১ ট্র্যাক সার্কিটসে অনুষ্ঠিত হয় এবারের এই চ্যাম্পিয়নশিপ। শুধু তাই নয়, গত মাসে ভারতে অনুষ্ঠিত ভক্সওয়াগন পোলো কাপেও চতুর্থ অবস্থানে থেকে শেষ করেছিলেন অভিক। তিনিই প্রথম বাংলাদেশি যিনি টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে জয়ের পাশাপাশি ব্যাক টু ব্যাক ‘পোডিয়াম ফিনিশ’ অর্জন করে শেষ হাসি হাসেন।

রেসিং কারের অন্যতম বড় আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা অংশ নেন। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল এই রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে আসছে। ছয় রাউন্ডের এই প্রতিযোগিতাটি অভিকের আধিপত্য দিয়ে সম্পন্ন হয়।

ঐতিহাসিক এই অর্জনের পর অভিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে প্রথম বাংলাদেশি রেসিং চ্যাম্পিয়ন হলাম, যে কারণে এনজিকে ইউএই প্রোকার চ্যাম্পিয়নশিপ আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ, যেখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগী নিয়মিত অংশগ্রহণ করে থাকে। এটি একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা এবং এই টুর্নামেন্টে ৮৬ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে একজন বাংলাদেশি রেসিং ড্রাইভার হয়ে। যা বাংলাদেশের ইতিহাসের প্রথম রেসিং টিমের সঙ্গে, বাংলাদেশ মোটর স্পোর্টস। দেশবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ যারা আমাকে প্রতিনিয়ত নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমার জন্য দোয়া করেছেন আর স্পন্সরদের আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই।’

এদিকে অভিকের আরেকটি পরিচয় রয়েছে, তিনি জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবালের ঘনিষ্ট বন্ধু। বিশ্বমঞ্চে এমন অসাধারণ অর্জনে অভিককে শুভেচ্ছা জানাতে ভুল করেনননি এই বাহাতি ওপেনার, ’অভিক আনোয়ারকে প্রথম বাংলাদেশি হিসেবে রেসিং কারের শিরোপা জেতায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তোমার এই ব্যতিক্রমী অর্জন দেশকে গর্বিত করেছে। আশা করি ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যহত থাকবে। যা থেকে বাংলাদেশের সুনাম আরও উজ্জল হবে।’

এর আগে সংযুক্ত আরব আমিরাতে এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৌহিদ আনোয়ার অভিক বাজিমাত করেছেন। ফমুর্লা রেসে আন্তর্জাতিক অঙ্গনে তাকে অভিক আনোয়ার নামেই সবাই চিনে থাকেন। মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের শিরোপা জিতেই পরের ধাপে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের এই ফর্মুলা ওয়ান কার রেসার। কার রেসের ইতিহাসে যা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় সাফল্য পেতে অভিককে ট্র্যাকে লড়তে হয়েছে স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, মেক্সিকো, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিশ্বের খ্যাতনামা সব রেসারদের বিপক্ষে। তার এই সাফল্যে পৃষ্টপোষক হিসেবে গর্বিত অংশিদার ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। দারুণ এ সাফল্যের পর অভিক আনোয়ার জানান, ‘যারা বলে বাংলাদেশি হিসেবে আমরা পারব না, সাফল্য পাওয়া সম্ভব না। সব সময় নিঁচুভাবে বাংলাদেশের দিকে তাকিয়েছে, তাদের জন্যই মূলত এ জয়। সব সময় বড় স্বপ্ন দেখা এবং তার জন্য কষ্ট করলে সাফল্য আসবেই।’

ইউরোপে তুমুল জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনও ‘ফর্মুলা ওয়ান রেস’ খেলাটির প্রচলন খুব একটা নেই। তারপরও তরুণ বর্তমানে প্রজন্মের কেউ কেউ শখের এ বাহন নিয়ে এগিয়ে এসেছেন। তাদের মধ্যে অভিক আনোয়ার অন্যতম হয়ে আছেন। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর স্পোর্টস ইভেন্ট জিতেছেন। বাংলাদেশ র‌্যালিক্রস চ্যাম্পিয়নও এই অভিক আনোয়ার।এবার তাঁর হাতেই উঠেছে প্রো কার শিরোপা। সংযুক্ত আরব আমিররাতে আয়োজিত এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিনটি রেস জিতেছেন এই বাংলাদেশী।

এবারের প্রতিযোগিতাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ফর্মুলা ওয়ানের ট্র্যাকে জয়ী হয়েছেন অভিক আনোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পাতায় বিজয় নিশ্চিত করে অভিক আনোয়ার লিখেছেন, ’আবারও ইতিহাস সৃষ্টি হল, ইয়েস মেরিনা ফর্মুলা ওয়ান সার্কিটে কোয়ালিফাইংয়ে রেস করে প্রথম বাংলাদেশি হিসেবে পোল পজিশন পেয়েছি! এটা সহজ ছিল না।’

অভিক আরও বলেন, ‘গত বছর আমি টুর্নামেন্টের মাত্র তিনটি রাউন্ডে খেলেছিলাম। আমি এই বছরের চ্যাম্পিয়নশিপের সব রাউন্ডে অংশ নিতে চাই। আমার প্রস্তুতি বেশ ভালো হয়েছে এবং প্রথম রাউন্ড জেতার পর আমার আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। আশা করি পরের রাউন্ডেও আমি আরও ভালো করতে পারব।’

একজন ভক্তদের জন্য একটি ভিডিও পোষ্ট করেছেন অভিক। খুব স্বাভাবিকভাবেই এই জয়ের কারণে দারুণ উচ্ছ্বসিত তিনি। ভবিষ্যতে বাংলাদেশের মান রাখার মতো আরও অর্জন করতে চান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...