কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

মাহফিজুলের অপরাজিত ৬৪ ও ইফতিকারের ৩৭ রানে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ অনূর্দ্ধ-১৯ দল। দুর্দান্ত এই জয়ে গ্রুপ এ থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো টিম টাইগার্স।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ডি/এল মেথডে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো বাংলাদেশ।

সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আশিকুর জামানের বোলিং জাদুতে মাত্র ৮ রানেই ২ ওপেনারকে হারায় আরব আমিরাত। তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ২৩ রানে ফিরেন অধিনায়ক আলিশান শারফু। এরপর চতুর্থ উইকেটে পুনিয়া মেহরার সাথে ৩১ রানের জুটির পথে দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন ধ্রুব পরশর। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপাকে আরব আমিরাত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। একপ্রান্তে পুনিয়া মেহরা থিতু হলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। দলীয় ১২৪ রানে ব্যক্তিগত ৪৩ রানে মেহরা ফিরলে সপ্তম উইকেট হারায় আমিরাত। শেষদিকে রিপন মন্ডলের কাছে ধরাশায়ী হয় আরব আমিরাতের টেইলএন্ডাররা। রিপন-সাকিব-আশিকদের বোলিং জাদুতে মাত্র ১৪৮ রানেই থামে আরব আমিরাতের ইনিংস।

১৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেকার হোসেনের ব্যাটে দারুন সূচনা পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতেই আসে ৮৬ রান। এরপর দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ৩৭ রানে ইফতিকার ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপরই শুরু হয় বৃষ্টি।

সেন্ট কিটসের বৃষ্টিতে প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টি শেষ হওয়ার পর ডার্কওয়ার্থ লুইস মেথডে (ডি/এল) বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রানের। অর্থাৎ ১৩.৪ ওভারে বাংলাদেশের দরকার তখন মাত্র ২১ রানের! পরবর্তীতে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকেন মাহফিজুল।

তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৬১ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মাহফিজুল তুলে নেন দুর্দান্ত এক ফিফটি। মাহফিজুলের অপরাজিত ৬৪ ও ইফতিকারের ৩৭ রানে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ অনূর্দ্ধ-১৯ দল। দুর্দান্ত এই জয়ে গ্রুপ এ থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো টিম টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোরঃ

আরব আমিরাত – ১৪৮/১০ (৪৮.১ ওভার); মেহরা ৪৩(৬৪), ধ্রুব ৩৩(৮২), আলিশান ২৩(৬৩); মন্ডল ৯.১-০-৩১-৩, সাকিব ১০-২-৩২-২, আশিক ৮-২-১৪-২।

বাংলাদেশ – ১১০/১ (২৪.৫ ওভার); মাহফিজুল ৬৪(৬৯)*, ইফতেকার ৩৭(৭০); জ্যাশ গিয়ানি ৩-০-১৭-১।

ফলাফলঃ ডি/এল মেথডে বাংলাদেশ অনূর্দ্ধ-১৯ দল ৯ উইকেটে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...