স্পিনারদের মঞ্চে পেসারদের লড়াই

বাংলাদেশ দল আবারও এক পেসার নিয়ে খেলতে নেমেছে। সাথে ছিলেন সৌম্য সরকার। এই দু জনই যা একটু অস্বস্তিতে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজকে। এ ছাড়া সাবলীলভাবে ঢাকা টেস্টের প্রথমদিন ব্যাট করেছেন ক্যারিবিয়রা।

উইকেট কোন পক্ষের, তা ঠিক বোঝা গেলো না। তবে বাংলাদেশ দল আবারও এক পেসার নিয়ে খেলতে নেমেছে। সাথে ছিলেন সৌম্য সরকার। এই দু জনই যা একটু অস্বস্তিতে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজকে। এ ছাড়া সাবলীলভাবে ঢাকা টেস্টের প্রথমদিন ব্যাট করেছেন ক্যারিবিয়রা।

অধিনায়কের ব্যাটে যে ভাবে দিনের শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ; বোনার ও ডি সিলভার ব্যাটে ক্যারিবিয়ানরা দিনের শেষটাও করেছেন একই ভাবে। ব্র্যাথওয়েট এবং বোনারের হাফসেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

প্রথম টেস্টে যেখানে শেষ করেছিলেন আজ যেনো ঠিক সেখান থেকেই শুরু করেছেন এনক্রুমা বোনার। বাংলাদেশি বোলারদের সামলে লড়াই চালিয়ে গেছেন দিনের শেষ বল পর্যন্ত। ৭৪ রানে অপরাজিত থাকা বোনারের ব্যাটেই দ্বিতীয় দিনে বড় কিছুর স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্বল। দুই ওপেনার দিনের প্রথম ঘন্টায় নতুন বলে বাংলাদেশি বোলারদের স্বচ্ছন্দে খেলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৬৬ রান। তাইজুলের বলে ক্যাম্বল (৩৬) ফিরে গেলে ভাঙ্গে উদ্বোধনী জুটি।

প্রথম সেশনে ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করা ক্যারিবিয়ানরা দ্বিতীয় সেশনের শুরুর দিকেই হারান মসলেকে। ৭ রান করে আবু জায়েদ রাহীর প্রথম শিকার হয়ে ফিরে যান মসলে। কিন্তু এক প্রান্তে প্রতিরোধ গড়ে ক্যারিয়ারের ২০তম ও চলতি সিরিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

ব্র্যাথওয়েটের প্রতিরোধ ভাঙেন সৌম্য সরকার। সৌম্যর অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্র্যাথওয়েট (৬৬)। ক্যারিবিয়ান অধিনায়কের বিদায়ের পর উইকেটে আসেন প্রথম টেস্টের নায়ক কাইল মায়ার্স; জুটি বাধেঁন বোনারের সাথে।

প্রথম টেস্টে মায়ার্স ও বোনারের ২১৬ রানের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে আজ আর এই জুটি বড় হতে দেননি আবু জায়েদ রাহী। গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মায়ার্স আবু জায়েদের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে স্লিপে সৌম্যর হাতে ধরা পড়েন। মায়ার্স (৭) ফিরে গেলেও আগের ম্যাচের মতোই আস্থার সঙ্গে ব্যাট করতে থাকেন বোনার।

ব্ল্যাকউডকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন বোনার। ভালো খেলতে থাকা ব্ল্যাকউডকে (২৮) ফিরিয়ে দিয়ে জুটি ভাঙ্গেন তাইজুল ইসলাম। তবে দিনের শেষ ঘন্টায় জেসুয়া ডি সিলভাকে নিয়ে আবারো প্রতিরোধ গড়েন বোনার। এই দুজনের অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে দিনের শেষ ঘন্টায় নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গিয়েছেন সফরকারীরা। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বোনার ৭৪ রানে ও জেসুয়া ২২ রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল এই দুজনের ব্যাটে আরো বড় কিছুর স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম ২ টি করে এবং সৌম্য সরকার শিকার করেন ১ টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৩/৫ (ব্র্যাথওয়েট- ৬৬, ক্যাম্পবেল- ৩৬, মোসলি- ৭, বোনার- ৭৪*, মায়ার্স- ৫ , ব্ল্যাকউড- ২৮, সিলভা- ২২*; আবু জায়েদ- ১৮-৫-৪৬-২, মিরাজ- ২২-৫-৩৯-০, নাঈম- ১২-১-৪২-০, তাইজুল- ৩০-৫-৬৪-২, সৌম্য- ৮-১-৩০-১)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...