মেসি কিংবা নেইমার হতে হলে…

বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইয়ের আক্রমণাত্মক ত্রয়ী মেসি, এমবাপ্পে এবং নেইমার। তবে গেল সেপ্টেম্বরে পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গাল্টিয়ার এমবাপ্পে এবং নেইমারের মধ্যে সম্পর্কের ফাঁটলের দিকে ইঙ্গিত করেছিলেন।

ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ এই সময়ের সেরা প্রায় অনেক তারকারই সতীর্থ। ২০১৭-২০১৯ সময়কালে স্বদেশী নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের সাথে পিএসজিতে একসাথে খেলেছিলেন। নেইমারকে তো এর বাদেও জাতীয় দলে পান।

তাছাড়া বার্সেলোনায় মেসির সাথে আট বছর একসাথে খেলেছেন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ষষ্ঠ শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের মিশনে আছেন।  লম্বা ক্যারিয়ারে বিশ্ব সেরাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে দানি আলভেসের। আলভেজের মতে, এমবাপ্পে এখনও মেসি-নেইমারদের কাতারে পৌঁছাননি। তবে, সেই সুযোগ এখনও শেষ হয়নি।

বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইয়ের আক্রমণাত্মক ত্রয়ী মেসি, এমবাপ্পে এবং নেইমার। তবে গেল সেপ্টেম্বরে পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গাল্টিয়ার এমবাপ্পে এবং নেইমারের মধ্যে সম্পর্কের ফাঁটলের দিকে ইঙ্গিত করেছিলেন। এই দুই অ্যাটাকিং মিডফিল্ডারের সম্পর্কের এই টান-পোড়েন ঠিক করায় কাজ করছে পিএসজি। এই প্রসঙ্গে দানি আলভেসকে বলা হয়েছিল মেসি, নেইমার ও এমবাপ্পেকে তাঁদের ফুটবল শৈলীর ভিত্তিতে মূল্যায়ন করতে।

এই প্রসঙ্গে তিনি বলেন,এমবাপ্পে নিজেও একজন দারুণ ফুটবলার। তবে তিনি এখনও বুঝতে পারেননি যে, তিনি কাদের পাশাপাশি খেলছেন। পিএসজি তে তিনি মেসি এবং নেইমারের মত বিস্ময়কর ফুটবলারদের পাশাপাশি খেলছেন। নেইমার এবং মেসি ফুটবল বিশ্বে অনন্য। তাঁদের সৃষ্টিশীলতা ও দক্ষতা অন্য কারোর মাঝে পাওয়া যাবে না। তাঁরা তাঁদের খেলা দিয়ে বিশ্বকে বুঁদ করে রাখেন।’

তিনি আরও বলেন, ‘একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে এমবাপ্পেকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে সে কার সাথে খেলে। কারণ তাঁর এই সতীর্থরা তাঁর গুণাবলীকে আরও সমৃদ্ধ করবে।’

দানি আলভেস ফ্রান্সের স্ট্রাইকার এমবাপ্পেকে উপদেশ দিয়েছেন তিনি যেন মেসি এবং নেইমারের সাথে খেলার সুযোগের সুবিধা আদায় করে নেন। তিনি বলেন, ‘এমবাপ্পেকে স্মার্ট হতে হবে। কারণ তারা দুইজন জিনিয়াস।’ কারণ তাঁর মতে, এমবাপ্পের চেয়েও মেসি এবং নেইমার অনেক বড় মাপের ফুটবলার। তাই তরুণ এমবাপ্পের তাঁদের থেকে শেখার অনেক কিছু রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...