রবিবার নিউইয়র্কে বিশ্বকাপে গ্রুপ পর্বের সব থেকে বড় ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বেশ চাপে ছিল পাকিস্তান ক্রিকেট দল।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৯ রানেই থেমে যায় ভারতের ইনিংস। তবে ব্যাটিং ব্যার্থতার দায়ে এই ম্যাচটিও ৬ রানে হেরে যায় পাকিস্তান।
এমন হারে বিশ্বকাপ থেকে বিদায়ের প্রান্তে চলে গেল পাকিস্তান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের এমন হারে নিজের বক্তব্য প্রকাশ করেন অধিনায়ক বাবর আজম।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা সহজ ছিল। আমরা চেয়েছিলাম স্বাভাবিকভাবে খেলতে এবং নিয়মিত বল প্রতি রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে। ৫-৬ ওভারের মধ্যে দুই-একটি বাউন্ডারি হাঁকাতে। তবে আমার মনে হয়, সেই সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলে ফেলি। যার ফলে আমাদের উপর চাপ সৃষ্টি হয়। এরপর আমরা নিয়মিত উইকেট হারাতে থাকি। আপনি আশা করতে পারেন না, যে আপনার টেলএন্ডাররা আপনাকে ম্যাচ জেতাবে।’
বাবর তাদের পরিকল্পনার কথা বলে আরও বলেন, ‘আমরা প্রথম ছয় ওভার পাওয়ার-প্লের সঠিক ব্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু আমরা একটি উইকেট হারিয়ে ফেলি। প্রথম ছয় ওভারে আমরা ৪০-৪৫ রান করতে চেয়েছি। কিন্তু আমরা তা করতে পারিনি। শেষ ওভার গুলোতেও আমরা একই ভুল করি।’
দুই ম্যাচে দুটিতেই জিতে গ্রুপ-এ এর শীর্ষে অবস্থান করছে ভারত। যুক্তরাষ্ট্রেও তাদের দুইটি ম্যাচ জয় করে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। অপরদিকে, দুটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে পাকিস্তান। যদি তাদের সুপার এইটে উঠতে হয়, তবে বাকি দুই ম্যাচ জেতার সাথে সাথে গ্রুপের অন্য ম্যাচগুলোর উপরও তাকিয়ে থাকতে হবে।
সুপার এইটে ওঠার আশা নিয়ে বাবর বলেন, ‘অবশ্যই শেষ দুইটি ম্যাচ আমাদের জিততে হবে। আমরা বসে আমাদের ভুলগুলি নিয়ে আলোচনা করব। তবে শেষের দুটি ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা।’
১১ জুন কানাডার বিপক্ষে ও ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান।