উপভোগের মন্ত্রেই নামবে পাকিস্তান

 পাকিস্তান ক্রিকেট দলটি এই আসরের শেষ লড়াইয়ে এই পরামর্শের কতটুকু প্রতিফলন ঘটাতে সক্ষম হয় - এখন সেটাই দেখার পালা।

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকা দল পৌঁছে গিয়েছে বিশ্বকাপের ফাইনাল অবধি। এমন অবস্থায় তো আর বোর্ডের চেয়ারম্যান দেশে স্থির থাকতে পারেন না, তাই তিনিও উড়াল দিয়েছেন দলকে অনুপ্রেরণা জোগাতে। সামনাসামনি দলকে সাহস জোগাতে।

বলা, হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার কথা। মেগাইভেন্টের ফাইনালের আগে পাকিস্তান দলটি এখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ব্যস্ত। সেখানেই রমিজ রাজা মেন ইন গ্রিন এবং তাঁদের কোচিং স্টাফদের সাথে দেখা করলেন।

মাঝে আর একটিমাত্র দিন। তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ মোকাবেলায় মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড। আর কয়েক ঘণ্টা পর বিশ্বক্রিকেট খুঁজে পাবে এই আসরের চ্যাম্পিয়ন দলটিকে। পাকিস্তান নাকি ইংল্যান্ড কারা হাসবে শেষ হাসি সেই উত্তেজনায় মাতোয়ারা সারা বিশ্ব। তবে পাকিস্তান দলের অবিশ্বাস্য এই ফাইনাল অবধি পৌঁছে যাওয়ায় দারুণ গর্বিত তাঁদের বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা।

দল নিয়ে রমিজ রাজা বললেন, ‘মেন ইন গ্রিনদের অভিনন্দন। এটি ছিল অবিশ্বাস্য এক লড়াই; দারুণ এক প্রত্যাবর্তন। আপনাদের নিজের জন্য গর্বিত হওয়া উচিত। এই সবকিছুই  দলের ঐক্যের কারণে ঘটেছে। আপনারা যদি একতাবদ্ধ হন তবে সব কিছুই অর্জনযোগ্য। যাই ঘটুক না কেন, আপনারা আপনাদের শতভাগ ঢেলে দেবেন।’

পাশাপাশি রমিজ রাজা পাকিস্তান দলটিকে চাপ না নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। এমনকি মহারণের শেষ লড়াইয়ে তিনি তাঁদের আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ময়দানে যাও এবং খেলাটিকে উপভোগ করো।’

তিন দশক আগে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান প্রথমবারের মত বৈশ্বিক কোন আসরে শিরোপা জিতেছিল। সেই স্মৃতিচারণ করে রমিজ রাজা ছেলেদের বলেন, ‘সম্ভবত সেবার বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতা ছিল। আমরা যখন স্টেডিয়ামের বাইরে যাই সেখানে নব্বই হাজার সমর্থকের জোয়ার ছিল। ইমরান খান ছিলেন অধিনায়ক। তিনি বলেছিলেন এই মুহুর্ত সম্ভবত আমাদের ক্যারিয়ারে আর কখনও আসবে না, তাই আপনারা শুধু সেখানে যাও এবং বিজয় উপভোগ করো।’

তাছাড়া ফাইনাল ম্যাচটির জন্য মেন ইন গ্রিনদের প্রতি তাঁর পরামর্শ রইলো, ‘নিজেকে নিয়ে সংশয়ে থাকবেন না। ভাববেন না যে শুধুমাত্র আপনি এই মুহূর্তের জন্য প্রস্তুত, বরং ভাবুন আমরা সবাই এই মুহূর্তের জন্য প্রস্তুত। ময়দানে নামুন এবং পরিবেশটা উপভোগ করুন। মনে রাখবেন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ কারণ এর পুনরাবৃত্তি ঘটবে না। নিশ্চিন্ত থাকুন, আত্মবিশ্বাসী থাকুন। তোমরা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজকে শক্তিশালী রাখো, তাহলেই সৌভাগ্য অর্জন করতে পারবে।

পাকিস্তান ক্রিকেট দলটি এই আসরের শেষ লড়াইয়ে এই পরামর্শের কতটুকু প্রতিফলন ঘটাতে সক্ষম হয় – এখন সেটাই দেখার পালা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...