আজাজের দাপটের পরও…

দ্বিতীয় দিনে আজাজ প্যাটেলের অনন্য রেকর্ড। ভারতীয় বোলারদের পালটা দাপটে মাত্র ৬২ রানেই শেষ নিউজিল্যান্ড! আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয় দিনশেষে মুম্বাই টেস্টে চালকের আসনে ভারত।

দ্বিতীয় দিনে আজাজ প্যাটেলের অনন্য রেকর্ড। ভারতীয় বোলারদের পালটা দাপটে মাত্র ৬২ রানেই শেষ নিউজিল্যান্ড! আক্রমণ-পাল্টা আক্রমণে দ্বিতীয় দিনশেষে মুম্বাই টেস্টে চালকের আসনে ভারত।

আগের দিনের ৪ উইকেটে ২২১ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ৩ রান যোগ করতে আজাজ প্যাটেলের এক ওভারে পর পর দুই বলে আউট ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিন। ২২৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে ভার‍ত। একাই ৬ উইকেট শিকার করেন আজাজ।

এরপর মায়াঙ্ক আগারওয়াল ও অক্ষর প্যাটেলের ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। আগারওয়াল করেন দেড়শো রান! দলীয় ২৯১ রানে ব্যক্তিগত ১৫০ রানে আজাজ প্যাটেলের বলেই ফিরেন আগারওয়াল। এরপর একপ্রান্তে অক্ষর ফিফটি তুলেও আজাজ ঝড়ে বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

আজাজের সামনে হাতছানি ছিলো তৃতীয় বোলার হিসেবে ইনিংসে দশ উইকেট নেওয়ার। শেষ উইকেটে মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে সেই রেকর্ডে নাম লেখান আজাজ। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আজাজ। এর মধ্যে আজাজ একমাত্র যিনি প্রতিপক্ষের মাটিতে ইনিংসে দশ উইকেট শিকার করেন। জন্মভূমি মুম্বাইয়েই ভার‍তের বিপক্ষে আজাজ করলেন অনন্য এক রেকর্ড!

আজাজ ম্যাজিকে ৩২৫ রানেই গুড়িয়ে যায় ভার‍ত। ১১৯ রানে ১০ উইকেট শিকার করেন তিনি। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

সিরাজ-অশ্বিনদের দাপটে বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৬২ রানেই গুড়িয়ে যায় সফরকারীরা। ১০ রানে প্রথম উইকেটের পর ৩৮ রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড। চা-বিরতির পর ২৪ রানে যোগ করতেই গুড়িয়ে যায় সফরকারীরা। অশ্বিন ৪ ও সিরাজ শিকার করেন ৩ উইকেট।

জবাবে ২৬৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগারওয়াল-পুজারার হার না মানা ৬৯ রানের জুটিতে দিনশেষ করেছে ভারত। দিনশেষে ভার‍ত এগিয়ে আছে ৩৩২ রানে।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত

ভারত (১ম ইনিংস) – ৩২৫/১০ (১০৯.৫ ওভার); আগারওয়াল ১৫০(৩১১), অক্ষর ৫২(১২৮), গিল ৪৪(৭১); আজাজ ৪৭.৫-১২-১১৯-১০।

নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ৬২/১০ (২৮.১ ওভার); জেমিসন ১৭(৩৬), ল্যাথাম ১০(১৪); অশ্বিন ৮-২-৮-৪, সিরাজ ৪-০-১৯-৩, অক্ষর ৯.১-৩-১৪-২, জয়ন্ত যাদব ২-০-১৩-১।

ভারত (২য় ইনিংস) – ৬৯/০ (২১ ওভার); আগারওয়াল ৩৮(৭৫)*, পুজারা ২৯(৫১)*।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...