কোচের পারিশ্রমিকেও আকাশ ছুঁয়েছে আইপিএল

যেকোনো দলেই কোচ খুব গুরুত্বপূর্ণ একটা পদ। তবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এলেই যেন তাঁদের কদর আরো বেড়ে যায়। কারণ, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অল্প সময়ের মধ্যে চূড়ান্ত সাফল্য প্রত্যাশা করে দলগুলো।

যেকোনো দলেই কোচ খুব গুরুত্বপূর্ণ একটা পদ। তবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এলেই যেন তাঁদের কদর আরো বেড়ে যায়। কারণ, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অল্প সময়ের মধ্যে চূড়ান্ত সাফল্য প্রত্যাশা করে দলগুলো। তাই, সাফল্যের জন্য ক্ষুধার্থ কোচরা বরাবরই পছন্দের তালিকায় শীর্ষে ঠাই পান। আর তাঁদের পারিশ্রমিকও হয় আকাশচুম্বি।

  • মাহেলা জয়াবর্ধনে (মুম্বাই ইন্ডিয়ান্স) – ২.২৫ কোটি রুপি

সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক আইপিএলের ইতিহাসের অন্যতম সফল কোচ। তিনি ২০১৭ সাল থেকে দলটিকে সামলাচ্ছেন। কোচ হিসেবে জিতেছেন দু’টি আইপিএল শিরোপা। ২০২০ সালে তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ২.২৫ কোটি রুপি। যদিও, বাকিদের তুলনায় এই সংখ্যাটা আহামরী কিছু নয়।

  • ট্রেভর বেইলিস (সানরাইজার্স হায়দ্রাবাদ) – ২.২৫ কোটি রুপি

সাবেক এই অজি ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে বেশ সফল একজন কোচ। তিনি ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন। এর আগে ২০১২ থেকে ২০১৫ – এই তিন বছর তিনি কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন। এবার আবার আইপিএলে তিনি ফিরেছেন ২.২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে।

  • অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস (রাজস্থান রয়্যালস): ৩.৪ কোটি রুপি

অস্ট্রেলিয়া দলের সাবেক প্রধান কোচ আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বোলিং কোচ ছিলেন তিনি। এমনকি সেই দলটির খেলোয়াড় হিসেবে তিনি আইপিএল খেলেওছিলেন। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডজ দলের কোচিং করিয়েছেন। তার পারিশ্রমিক ৩.৪ কোটি রুপি।

  • ব্রেন্ডন ম্যাককালাম (কলকাতা নাইট রাইডার্স): ৩.৪ কোটি রুপি

আইপিএলের ইতিহাসের প্রথম ম্যাচ খেলেছিলেন খেলোয়াড় হিসেবে। আর এখন সেই ব্রেন্ডন ম্যাককালাম এখন কোচ। শাহরুখ খানের দুই দল কলকাতা নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সে কোচ হিসেবে আছেন তিনি। আইপিএল বাবদ তাঁর পারিশ্রমিক ৩.৪ কোটি রুপি।

  • রিকি পন্টিং (দিল্লী ক্যাপিটালস): ৩.৪ কোটি রুপি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং এখন আইপিএলে দিল্লী ক্যাপিটালস দলের কোচ। ২০১৮ সাল থেকে তিনি এই দায়িত্বে আছেন। এবার পারিশ্রমিক হিসেবে গুণেছেন ৩.৪ কোটি রুপি।

  • স্টিফেন ফ্লেমিং (চেন্নাই সুপার কিংস): ৩.৪ কোটি রুপি

নিউজিল্যান্ডের কিংবদন্তিতুল্য সাবেক অধিনায়ক লম্বা সময় ধরে চেন্নাই সুপার কিংস দলের কোচ। তিনি দলকে তিনটি আইপিএল ও দু’টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা এনে দিয়েছেন। পারিশ্রমিক হিসেবে এবার তিনি পেয়েছেন ৩.৪ কোটি রুপি।

  • সাইমন ক্যাটিচ (র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু): ৪ কোটি রুপি

২০১৯ সালে পয়েন্ট তালিকায় সবার নিচে ছিল র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাই প্রধান কোচ গ্যারি কার্স্টেনের সাথে চুক্তির ইতি টেনেছে দলটি। নতুন কোচ এখন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ক্যাটিচ। তিনি এর আগে কেকেআরের সহকারী কোচ ছিলেন। পারিশ্রমিকটা অভিজ্ঞতার তুলনায় বেশ আকাশচুম্বি – ৪ কোটি রুপি!

  • অনিল কুম্বলে (কিংস ইলেভেন পাঞ্জাব): ৪ কোটি রুপি

এবারের আইপিএলের একমাত্র ভারতীয় কোচ অনিল কুম্বলে। জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক ও কোচ কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোচ। তিনি পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৪ কোটি রুপি। চলতি আইপিএলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া দুই কোচের একজন এই কিংবদন্তি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...