আইপিএল পারিশ্রমিকের একাল-সেকাল

আইপিএলের অনেক বড় তারকা আছেন যাদেরকে শুরুতে খুব কম টাকা খরচ করেই কিনেছিল দলগুলো। পরে সময়ের স্রোতে তাঁরা আইপিএলে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন। তখন তাঁদের কিনে নিতে রীতিমত লড়াই করেছে দলগুলো। ফলে, বিদেশি সেসব তারকাদের দর এখন আকাশচুম্বি। বর্তমান সময়ের সেরা কিছু বিদেশি তারকার আইপিএল পারিশ্রমিকের চড়াই-উৎড়াই নিয়েই আমাদের এবারের আয়োজন।

করোনার কারণে মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। বিরতির পর আবার মাঠে গড়িয়েছে অন্যতম আকর্ষণীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বরাবরের মত এবারো বিশ্বের সেরা সব ক্রিকেটারেরা মুখোমুখি হবে একে অপরের। যাদের ফ্র্যাঞ্চাইজি গুলো কিনে নিয়েছে কোটি কোটি টাকা খরচ করে।

আইপিএলের অনেক বড় তারকা আছেন যাদেরকে শুরুতে খুব কম টাকা খরচ করেই কিনেছিল দলগুলো। পরে সময়ের স্রোতে তাঁরা আইপিএলে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন। তখন তাঁদের কিনে নিতে রীতিমত লড়াই করেছে দলগুলো। ফলে, বিদেশি সেসব তারকাদের দর এখন আকাশচুম্বি। বর্তমান সময়ের সেরা কিছু বিদেশি তারকার আইপিএল পারিশ্রমিকের চড়াই-উৎড়াই নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলারদের একজন লাসিথ মালিঙ্গা। সম্প্রতি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে। আইপিএলেরও অন্যতম সফল বোলার তিনি। আইপিএলে মালিঙ্গার শুরুটা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

২০০৮ সালে প্রথম মুম্বাই লাসিথ মালিঙ্গাকে কিনে নেয় মাত্র ১.৪ কোটি রূপিতে। তবে এরপর এই আসরে নিজেকে প্রমাণ করেন মালিঙ্গা। ২০১৪ সালে মালিঙ্গাকে প্রায় ১০ কোটি রূপি দিয়েছিল মুম্বাই। এই সংখ্যা দিন দিন বেড়েছে।

  • এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

আইপিএলের অন্যতম আকর্ষণীয়। ব্যাটসম্যানে পরিণত হয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান পরিচিত ছিলেন তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য। এই ব্যাটসম্যান আইপিএলে প্রথম খেলেন ২০০৮ সালে।

সেবার তাঁকে কিনে নেয় দিল্লী ডেয়ারডেভিলস। সেবার দিল্লি তাঁকে কিনে নিয়েছিল মাত্র ১.২ কোটি রূপিতে। এরপর ২০১১ সালে তিনি চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। তাঁকে তখন প্রায় ১১ কোটি রূপিতে কিনেছিল বেঙ্গালুরু।

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান আইপিএলের ইতিহাসেরও অন্যতম সেরাদের একজন। তবে অবাক করার বিষয় হচ্ছে তাঁকে প্রথমবার আইপিএলে কেনার জন্য ১৫ লাখ রূপিও খরচ করা হয়নি। ২০০৯ সালে আইপিএলে অভিষেক হয় তাঁর, দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে।

সেবার নিলামে দিল্লীর ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনেছিল মাত্র ১৪.৫ লাখ রূপিতে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে কিনেছিল ১২.৫ কোটি রূপিতে। অর্থের বিবর্তনটা এখানেও অবিশ্বাস্য।

  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার এই ওপেনার ও উইকেটরক্ষকের আইপিএলের প্রথম পারিশ্রমিক ছিল অবাক করার মত। যদিও পরবর্তীকালে আইপিএলের অন্যতম জনপ্রিয় হয়ে উঠেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

২০১৩ সালে প্রথম আইপিএলে খেলতে আসেন তিনি। তখন মাত্র ১০.৬৫ লাখ ভারতীয় রূপিতে। এরপর ২০১৪ সালে তাঁকে ৩.৫ কোটি রূপিতে কিনে নেয় দিল্লী ডেয়ারডেভিলস।

  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। তবে শুরুটা মোটেই এমন ছিল না। ২০১২ সালে মাত্র ১০.০১ লাখ রূপিতে নিজের প্রথম আইপিএল আসরে খেলতে এসেছিলেন তিনি। প্রথম আসর তিনি খেলেন দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে।

২০১৪ সালে পাঞ্জাবের হয়ে দারুণ আসর কাটান তিনি। এখন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাঁকে ১৪.৫ কোটি দিয়ে থাকে। মারকুটে এই ব্যাটসম্যান বরাবরই আইপিএলের নিলামের বড় দর হাঁকিয়ে থাকেন। তবে, প্রায়ই তিনি নিজের দাম ও নামের ওপর সুবিচার করতে পারেন না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...