মোসাদ্দেকের চোট

চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না মোসাদ্দেক হোসেন সৈকত। অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোসাদ্দেকের চোটের বিষয়টি নিশ্চিত করে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বিশ্রামে রয়েছেন মোসাদ্দেক। টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোট থেকে সেরে উঠবেন এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের মাটিতে মূল সিরিজ শুরুর আগে দু:সংবাদ পেল বাংলাদেশ। চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। থাকছেন না প্রস্তুতি ম্যাচে। তবে, তাঁকে নিয়ে কোনো শঙ্কা নেই।

নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাওয়ার পরই কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে গিয়েছে বাংলাদেশ। ক্যাম্প শেষে এবার সিরিজ শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে নিজেদের ভিতর ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রস্তুতি ম্যাচের জন্য আজ দুই দলের আলাদা আলাদা ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং অন্য দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

একাদশ সাজানোর সুবিধার্থে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি নিউজিল্যান্ডের স্থানীয় পাঁচ জন ক্রিকেটারও খেলবেন প্রস্তুতি ম্যাচে। আগামীকাল (১৬ মার্চ) নিউজিল্যান্ডের স্থানীয় সময় ১১ টা ও বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে  কুইন্সটাউনের জন ডেভিস ওভালে।

চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না মোসাদ্দেক হোসেন সৈকত। অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোসাদ্দেকের চোটের বিষয়টি নিশ্চিত করে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বিশ্রামে রয়েছেন মোসাদ্দেক। টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোট থেকে সেরে উঠবেন এই অলরাউন্ডার।

প্রস্তুতি ম্যাচ শেষে ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বেসিন রিজার্ভ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

  • প্রস্তুতি ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড

তামিম ইকবাল একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের স্থানীয় এক ব্যাটসম্যান ও এক বোলার।

নাজমুল হোসেন শান্ত একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের স্থানীয় তিনজন ক্রিকেটার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...