হারিস ইন, ফখর আউট

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের। বাকি ম্যাচগুলোতে জিততে তো হবেই, সাথে তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকেও। আছে রান রেটের হিসাব নিকাশ। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনিতে নিজেদের ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। নিজেদেরকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই।

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের। বাকি ম্যাচগুলোতে জিততে তো হবেই, সাথে তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকেও। আছে রান রেটের হিসাব নিকাশ। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনিতে নিজেদের ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। নিজেদেরকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই।

কিন্তু মাঠে নামার আগেই তাদের পেতে হল আরেকটি দু:সংবাদ। হাঁটুর ইনজুরিতে পড়ে এবারের বিশ্বকাপের বাকি ম্যাচ গুলো থেকে ছিটকে গিয়েছেন ব্যাটার ফখর জামান। ফখর জামান মূলত এই হাঁটুর ইনজুরির জন্যই পাকিস্তানের বিশ্বকাপের মূল দলে ছিলেন না।

পরবর্তীতে মূল দলের আরেক সদস্য লেগ স্পিনার উসমান কাদিরের ইনজুরিতে দলে ঢোকেন ইনজুরি কাটিয়ে ফখর জামান। কিন্তু, দুই ম্যাচ পরেই আবারও হাঁটুর সেই পুরনো ইনজুরিতে পড়ে এবারের বিশ্বকাপে আর ম্যাচ খেলা হবে না তাঁর।

তাঁর পরিবর্তন হিসেবে পাকিস্তান মোহাম্মদ হারিসকে দলে অন্তর্ভুক্ত করেছে। ২১ বছর বয়সী মোহাম্মদ হারিস একজন অলরাউন্ডার। যদিও এর আগে খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই এই মিডল অর্ডার ব্যাটারের।

খেলেছেন মোটে একটি টি-টোয়েন্টি। করেছেন সাত রান। গত সেপ্টেম্বরে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেক হয়। এছাড়া এ পর্যন্ত  চারটি ওয়ানডে  খেলে সর্বোচ্চ ছয় রান করেছেন হারিস। তবে, ২১ বছর বয়সী হারিস ঘরোয়া ক্রিকেটে বেশ কার্যকর কিছু ইনিংস খেলেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...