হাফিজ-বাবরের পর রিজওয়ান

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে নিজের নামের পাশে এই সম্মানটি যুক্ত করলেন।

আইসিসির রাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানকে এই সময়ের সেরা ব্যাটসম্যান বললে একটুও বাড়িয়ে বলা হবেনা। এই ক্রিকেটারের সবসময় শীর্ষস্থানটি পছন্দ। অবশ্য সতীর্থ বাবর আজমের সাথে এই নিয়ে ইঁদুর-বিড়াল দৌড়ও চলে যেন।

আজ বাবর সর্বোচ্চ অবস্থানে তো কাল রিজওয়ান। রিজওয়ান নি:সন্দেহে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার। ঝুলিতে কতোশতো রেকর্ড রয়েছে তাঁর। সম্প্রতি অবশ্য দলের সর্বশেষ ম্যাচটিতে জয়ের পাশাপাশি অন্য একটি মাইলফলকও স্পর্শ করে ফেললেন রিজওয়ান।

পাকিস্তানের উইকেটরক্ষক কাম ব্যাটার মোহাম্মদ রিজওয়ান টিটোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। নিজের ক্যারিয়ারের ৬৫ তম টি-টোয়েন্টি ইনিংসে এসে ত্রিশ বছর বয়সী রিজওয়ান এই ল্যান্ডমার্কে পৌঁছেছেন। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে নিজের নামের পাশে এই সম্মানটি যুক্ত করলেন। এর আগে মোহাম্মদ হাফিজ এবং বাবর আজম টি-টোয়েন্টি ফরম্যাটে ২৫০০ রানের ক্লাসে নাম লিখিয়েছিলেন।

ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে রিজওয়ানের গড় ৫০.৫৪। তাঁর নামের পাশে একটি সেঞ্চুরি এবং বাইশটি হাফসেঞ্চুরি রয়েছে। মোহাম্মদ রিজওয়ান দ্বিতীয় দ্রুততম সময়ে এই রেকর্ডটি ছুঁলেন। তাঁর চেয়ে এগিয়ে থাকা বাবর আজম মাত্র ৬২ ইনিংস খেলে এই রেকর্ড করেছিলেন।

পুরো ক্রিকেটবিশ্বে মাত্র নয়জন ব্যাটার ২৫০০ রানের মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছেন। এই অসাধারণ ব্যাটাররা হলেন বিরাট কোহলি (৩৮৫৬), রোহিত শর্মা (৩৭৯৪), মার্টিন গাপটিল (৩৫৩১), বাবর আজম (৩২৩৯), পল স্টার্লিং (৩১৩৩), অ্যারন ফিঞ্চ (৩০৫৭) , ডেভিড ওয়ার্নার (২৮৬৬) এবং মোহাম্মদ হাফিজ (২৫১৪)। এবার এই তালিকায় নতুন সংযোজন মোহাম্মদ রিজওয়ান (২৫২৭)। রিজওয়ান এভাবেই বাধাহীনভাবে উড়তে থাকুক আর একের পর এক মাইলফলক ছুঁতে থাকুক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...