পরিচিত আঙিনার বাঘ

ফলে টেস্ট উইকেটের গুরুত্ব একজন বোলারের কাছে সবসময়ই বেশি। তাও আবার সেটা যদি হয় ঘরের মাঠে তাহলে তো সেই আনন্দ ভিন্ন মাত্রা পায়। নিজের দেশে এতদিনের পরিশ্রম যখন দেশের মানুষের সামনেই ফল দেয় তখন তো আনন্দ বাধ ভাঙবেই। তাই এই তালিকায় আমরা দেখব টেস্ট ক্রিকেটে নিজের দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলারদের।

টেস্ট ক্রিকেটে উইকেট পাওয়াটা একজন বোলারের জন্য সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার। সাদা পোশাকের ক্রিকেটে আক্রমণাত্মক ফিল্ডিং এর পরেও উইকেট পাওয়াটা বেশ কঠিন কাজ। এখানে ব্যাটসম্যান, বোলার সবাইকেই তাঁদের ধৈর্য্য ও ক্রিকেট মেধার কঠিন পরীক্ষা দিতে হয়। একটা উইকেট নেয়ার জন্য বোলারকে তাঁর ক্রিকেটীয় স্কিলের পুরোটাই ব্যবহার করতে হয়।

ফলে টেস্ট উইকেটের গুরুত্ব একজন বোলারের কাছে সবসময়ই বেশি। তাও আবার সেটা যদি হয় ঘরের মাঠে তাহলে তো সেই আনন্দ ভিন্ন মাত্রা পায়। নিজের দেশে এতদিনের পরিশ্রম যখন দেশের মানুষের সামনেই ফল দেয় তখন তো আনন্দ বাধ ভাঙবেই। তাই এই তালিকায় আমরা দেখব টেস্ট ক্রিকেটে নিজের দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলারদের।

  • শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)

ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই স্পিনার আছেন আমাদের তালিকার পাঁচ নম্বরে। দেশ ও দেশের বাইরে সবখানেই তাঁর লেগ স্পিন খেলতে হিমশিম খেতো ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনো দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।

আরেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পরেই আসে তাঁর নাম। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৭০৮ উইকেট। ওদিকে নিজের দেশে নিয়েছেন ৩১৯ টি উইকেট।

  • স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)

জেমস এন্ডারসনের পরেই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টুয়ার্ট ব্রড। দেশটির হয়ে সবমিলিয়ে তাঁর ঝুলিতে আছে ৫২৪ উইকেট। গত বছর বিশ্বের চতুর্থ পেসার ও সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন ব্রড।

ওদিকে ঘরের মাঠে তাঁর ঝুলিতে আছে ৩১৪ উইকেট। টেস্ট ক্রিকেটে মোট ১৮ বার পাঁচ উইকেট ও ৩ বার দশ উইকেট নেয়ার কীর্তি আছে এই পেসারের।

  • অনিল কুম্বলে (ভারত)

ভারতের ক্রিকেট ইতিহাসের সফলতম বোলারের নাম অনিল কুম্বলে। ৬১৯ উইকেট নিয়ে এই মুহুর্তে তিনি টেস্ট ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি।

কিছুদিন আগেই তাঁকে ছাড়িয়ে গিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। এই স্পিনারের ঝুলিতে আছে ৩৫ বার পাঁচ উইকেট ও ৮ বার দশ উইকেট নেয়ার কীর্তি। ওদিকে শুধু ঘরের মাঠেই তিনি নিয়েছেন ৩৫০ উইকেট।

  • জেমস অ্যান্ডারসন ( ইংল্যান্ড)

টেস্ট ক্রিকেটে এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে সফল বোলারের নাম জেমস অ্যান্ডারসন। এই বয়সে এসেও নিজেকে যেন আরো বেশি শানিত করে তুলেছেন। টেস্ট ক্রিকেটে এখনো ছুটে চলেছেন দুর্নিবার গতিতে।

কিছুদিন আগেই ভারতের স্পিনার অনিল কুম্বলেকে টপকে তিনি এখন টেস্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৩৯ বছর বয়সী এই পেসার ঝুলিতে এখন আছে ৬৩০ উইকেট। এরমধ্যে ইংল্যান্ডের মাটিতেই নিয়েছেন ৪০০ উইকেট।

  • মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)

উইকেট নিয়ে কথা হবে অথচ মুত্তিয়া মুরালিধরণের নাম আসবে না তা কী করে হয়। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি যে তিনিই। টেস্ট ক্রিকেটেও নিজেকে রেখে গেছেন অনন্য উচ্চতায়। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া শেন ওয়ার্নও তাঁর থেকে ৯২ উইকেটে পিছিয়ে।

বিশ্বের একমাত্র বোলার হিসেবে টেস্টে ৮০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। ৬৭ বার পাঁচ উইকেট ২২ বার দশ উইকেট নেয়ারর মত অতিমানবীয় সব কাজও করেছেন। ঘরের মাঠেও একইরকম সফল এই স্পিনার। শ্রীলঙ্কার মাটিতে তাঁর ঝুলিতে আছে ৪৯৩ টি টেস্ট উইকেট। ফলে ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেটের মালিকও তিনিই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...