নেইমার না থাকাতেই খুশি পিএসজি

পিএসজির জার্সিতে শেষ ম্যাচটাও বোধহয় এরই মধ্যে খেলে ফেলেছেন। ভক্তরা বাকি মৌসুমের জন্য নেইমারকে হারানোটা পিএসজির জন্য বিরাট ক্ষতি হিসেবে দেখলেও স্বয়ং পিএসজি কোচ মনে করেন নেইমারকে হারানোটা সাপেবর হয়েছে তাদের জন্য।

এই মৌসুম শেষে পিএসজি ছাড়াটা মোটামুটি নিশ্চিতই ছিলো নেইমারের। পুরো মৌসুম জুড়ে ক্লাবে যেন কিছুই ঠিকঠাক হচ্ছিলো না এই ব্রাজিলিয়ান তারকার জন্য। উল্টো মৌসুম শেষ হবার বেশ আগেই ইনজুরিতে পড়ে এই মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার।

তাই পিএসজির জার্সিতে শেষ ম্যাচটাও বোধহয় এরই মধ্যে খেলে ফেলেছেন। ভক্তরা বাকি মৌসুমের জন্য নেইমারকে হারানোটা পিএসজির জন্য বিরাট ক্ষতি হিসেবে দেখলেও স্বয়ং পিএসজি কোচ মনে করেন নেইমারকে হারানোটা সাপেবর হয়েছে তাদের জন্য।

গত ফেব্রুয়ারিতেই লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় অস্ত্রোপাচার করতে হবে। এই মৌসুমে আর মাঠে দেখা যাবে না নেইমারকে সেটা নিশ্চিত। তাই পিএসজি অধ্যায়ের শেষটাও হয়ে গেল কিনা নেইমারের সেটিই এখন আলোচনায়।

লিগ ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সময়ে দলের এই তারকাকে হারানোয় আফসোসে পুড়ছেন পিএসজি ভক্তরা। কিন্তু বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামার আগে পিএসজি কোচ জানালেন, নেইমারকে ছাড়া আরো বেশি ভালো তাঁর দল।

নেইমারকে হারিয়ে দল ক্ষতিগ্রস্থ হবে কিনা এমন প্রশ্নে ক্রিস্তফ গালতিয়ার বলেন, ‘আমি দেখছি এটাকে ঘিরে এক ধরণের বিতর্ক তৈরি হয়েছে। আর দল আরো বেশি ভারসাম্যপূর্ণ হয়েছে বলেও মনে করি আমি। তবে তাঁর থাকাটা গোল করার জন্য ভালো।’

নেইমার না থাকায় খুব বেশি আফসোস করছেন না গালতিয়ার। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই সন্তুষ্ট তিনি। গালতিয়ের বলেন, ‘কিলিয়ানের মতো খেলোয়াড় থাকায় দলের গভীরতা আরও বাড়বে। আশা করি, বায়ার্নের অর্ধে আমরা বলের দখল নিতে পারব। আর এমবাপ্পের মতো খেলোয়াড় থাকায় আমরা নিজেদের সৌভাগ্যবান ভাবছি। এ ম্যাচটি নিয়ে আমরা আত্মিবশ্বাসী। আমরা দারুণ একটি ম্যাচ খেলতে পারব বলেই মনে করি।’

গালতিয়ারের ধারণা অবশ্য সঠিক প্রমাণিত হয়নি। গত রাতেই চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে পিএসজি। শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরে আগেই বিদায় অনেকটা নিশ্চিত ছিল পিএসজির। এবার নেইমারকে ছাড়া মাঠে নেমে বায়ার্নের মাঠে ২-০ গোলে হেরে আবারো শেষ ষোলোতেই চ্যাম্পিয়নস লিগ মিশন শেষ করতে হলো মেসি, এমবাপ্পেদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...