রিভার্স সুইপ অস্ত্রে ধার দিচ্ছেন রিজওয়ান

একজনকে সাথে নিয়ে রিজওয়ান চলে গেলে অ্যাকাডেমী মাঠের সেন্ট্রাল উইকেটের দিকে। পিছনে একটা নেট ছিল যেন বলগুলো আঁটকে যায়। তবে রিজওয়ান সেই নেটটাকে সরিয়ে নিয়ে গেলেন পয়েন্ট অঞ্চলের দিকে। তাহলে কী কাট শট খেলা প্রেকটিস করবেন রিজওয়ান?

দলের চিরায়িত অনুশীলন প্রথাটা হয়তো যথেষ্ট কার্যকরী মনে হল না মোহাম্মদ রিজওয়ানের। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার প্রস্তুতি নিতে চাইলেন একটু বিশেষ ভাবে। তাইতো কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সাথে নেট প্রেকটিস না করে নিজ আলাদা করে অনুশীলন করলেন রিজওয়ান। আর রিজওয়ানের অনুশীলনে স্পষ্ট হয়ে উঠলো মিরপুরের উইকেটে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা।

একজনকে সাথে নিয়ে রিজওয়ান চলে গেলে অ্যাকাডেমি মাঠের সেন্ট্রাল উইকেটের দিকে। পিছনে একটা নেট ছিল যেন বলগুলো আঁটকে যায়। তবে রিজওয়ান সেই নেটটাকে সরিয়ে নিয়ে গেলেন পয়েন্ট অঞ্চলের দিকে। তাহলে কী কাট শট খেলা প্রেকটিস করবেন রিজওয়ান?

না কাট নয়, মিরপুরের উইকেটে যে শট সবচেয়ে বেশি কার্যকর হতে পারে সেটাই অনুশীলন করবেন তিনি। আর সেটি হল রিভার্স স্যুইপ। নেট জায়গা মত রেখে এবার আসল কাজটা করার পালা। ব্যাটিং করার জন্য গ্লাভস পরে প্রস্তুত হলে নিলেন।

থ্রোয়ার আন্ডার আর্মে রিজওয়ানের দিকে বলটা ছুঁড়ে দিলেন। তবে প্রথম চেষ্টায় ব্যাট-বলই এক করতে পারলেন না এই ওপেনার। খানিকটা কী হতাশ তিনি? সে যাইহোক, আবার একটু ঠিকঠাক হয়ে পরের বলটায় নজর দিলেন রিজওয়ান। এবার ব্যাটে লেগেছে। বলটাও পয়েন্ট অঞ্চলের দিকেই পাঠিয়েছেন। তবে সেটা বাউন্ডারি পাওয়ার জন্য যথেষ্ট না, টাইমিংটা ঠিকঠাক হয়নি। ফলে রিজওয়ানের হতাশা কাটলো না।

পরের বলেই নিজের হতাশা ঝেড়ে ফেললেন রিজওয়ান। এবার একেবারে পিওর টাইমিং। পয়েন্টে থাকা ফিল্ডারের পক্ষে এই শট ফেরানো কঠিন। তবে আন্ডার আর্মে ছোঁড়া বলে রিভার্স স্যুইপ খেলা আর ম্যাচে খেলার মধ্যে পার্থক্য অনেক।

ফলে সন্তুষ্ট না হয়ে অনুশীলন চালিয়ে গেলেন রিজওয়ান। বেশ অনেকক্ষণ চললো তাঁর রিভার্স স্যুইপ প্রেকটিস। রিজওয়ানের এই অনুশীলনের কারণও খুব স্পষ্টই। মিরপুরে রান করার জন্য এরচেয়ে কার্যকর শট আর কী হতে পারে।

মোহাম্মদ রিজওয়ান বিপিএলে যুক্ত হয়েছেন চট্টগ্রাম পর্ব থেকে। চট্টগ্রামের উইকেট মোটামুটি স্পোর্টিংই হয়ে থাকে। যদিও সেখানে নিজের পুরোটা উজার করে দিতে পারেননি রিজওয়ান। আর এবার বিপিএল আবার ফিরেছে হোম অব ক্রিকেটে। মিরপুরের ধীর ও নিচু হয়ে আসা উইকেটে স্পিনারদের সামলানোর জন্যই তাঁর এমন বিশেষ অনুশীলন।

তবে ম্যাচে রিজওয়ান এই শট কতটা ভালো খেলতে পারবেন সেটা সময়ই বলে দিবে। ওদিকে তাঁর ওপেনিং পার্টনার লিটন দাস অবশ্য আছে দুরন্ত ফর্মে। ফলে কুমিল্লার হয়ে ওপেন করতে নামা রিজওয়ানে উপর চাপ খানিকটা কমই থাকে।

তবুও পাকিস্তানের এই ব্যাটের উপর বড় প্রত্যাশাই থাকবে দর্শকদের। চট্টগ্রাম পর্বে চার ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি। এক ম্যাচে অর্ধশতকের দেখা পেলেও সেটা তাঁর টিপিকাল ব্যাটিংই ছিল। তাঁর ধীরগতির সেই অর্ধশতক দলের খুব একটা কাজে আসেনি। এবার মিরপুরে রিজওয়ান কী পারবেন সেসব পুষিয়ে দিতে?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...